উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, কেন্দ্রীয় সরকারের দপ্তরে মোটা বেতনে কর্মী নিয়োগ! আবেদন জেনে নিন

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে একটি দারুণ সুখবর রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর টাকা মাসিক বেতনের চাকরি খালি রয়েছে কেন্দ্রীয় সংস্থা CSIR – NEERI’তে। কেন্দ্রীয় সংস্থায় কোন কোন পদে নিয়োগ করা হবে,কত টাকা মাসিক বেতন, যোগ্যতা কী রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়ে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

কেন্দ্রীয় সংস্থা CSIR-National Environmental Engineering Research Institute মোট চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ

কেন্দ্রীয় সংস্থা NEERI’তে প্রথম যে পদটিতে নিয়োগ করা হবে সেটি হলো জুনিয়র স্টেনোগ্রাফার (Junior Stenographer)

মাসিক বেতনঃ

উক্ত সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার হিসেবে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ২২,৮০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত।

বয়স সীমাঃ

প্রার্থীদের বয়স থাকতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়েসের ক্ষেত্রে ছাড় পাবেন।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাঃ

উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি সংশ্লিষ্ট পদে অর্থাৎ স্টেনোগ্রাফার পদের কাজ জানতে হবে।

জুনিয়র স্টেনোগ্রাফার ছাড়াও কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটতে বাকি যে তিনটি পদে নিয়োগ করা হবে সে তিনটি পদ হলো-

 

▪ প্রথম পদ :Junior Secretariat Assistant (General)

মাসিক বেতন: 

উক্ত পদপ্রার্থীরা মাসিক ১৯,৯০০/ থেকে ৬৩,২০০/ টাকা বেতন পাবেন।

শূন্যপদ:

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদের জন্য মোট ১৪ টি-শূন্য পদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাস সহ কম্পিউটারে টাইপিং জানতে হবে।

▪ দ্বিতীয় পদ : Junior Secretariat Assistant (Finance & Accounts)

মাসিক বেতন :

এই পদে নির্বাচিত প্রার্থীরাও ১৯,৯০০/ থেকে ৬৩,২০০/ টাকা বেতন পাবেন।

শূন্যপদ:

উক্ত পদের জন্য ৫টি শূন্য পদ খালি Achcha।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার জানতে হবে।

তৃতীয় পদ: 

কেন্দ্রীয় সংস্থায় তৃতীয় যে পদ্ধতিতে কর্মী নিয়োগ করা হবে তাহলো- Junior Secretariat Assistant (Stores & Purchase)

মাসিক বেতন:

উপরে উল্লেখিত বাকি দুটি পদের মতো এই পদের মাসিক বেতনও একই রাখা হয়েছে।

শূন্যপদ: 

tores & Purchase বিভাগের জন্য মোট ৭টি শূন্যদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: 

Computer Knowledge এর পাশাপাশি অন্ততপক্ষে 10+2 পাশ শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক।

বয়স সীমা:

উপরে উল্লেখিত তিনটি পদেই আবেদনের জন্য প্রার্থীদের বয়স সীমা থাকতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

 

নিয়োগ প্রক্রিয়া: 

উক্ত পদগুলিতে আবেদন কারী প্রার্থীদের লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নির্বাচন প্রক্রিয়া এবং পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলো বিস্তারিত জেনে নিতে পারেন।

আবেদনমূল্য:

SC/ST/PwBD/Women/Ex-Servicemen প্রার্থীদের কোনো প্রকার আবেদনমূল্য দিতে হবে না। কিন্তু বাকি ক্যাটেগরির প্রার্থীদের ৫০০/- টাকা আবেদনমূল হিসেবে দিতে হবে।

আবেদন পদ্ধতি: 

উক্ত সংস্থার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক আপনাদের জন্য নিচে দেওয়া হলো। পর্টাল ভিজিট করে কী করে অনলাইন আবেদন জানাতে হবে এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ১৩ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে। সেগুলো পড়ে নিয়ে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।

আবেদন করুন: Apply Now

Download official notification 

▪ আবেদনের শেষ দিক : চলতি এপ্রিল মাসের ৩০ তারিখ পযর্ন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment