যারা দীর্ঘদিন থেকে চাকরি-বাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। কারণ সম্প্রতি জানা গেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নতুন করে কর্মী নিয়োগ শুরু করেছে। যদি আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন; তাহলে আজকের এই চাকরি খবরটি বিস্তারিত পড়ে দেখুন।
পদের নাম:
বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে তিন ধরনের পদে চাকরি রয়েছে। যথা-
১) চিফ অপারেটিং অফিসার,
২) চিফ কম্পায়েন্স অফিসার এবং
৩) ইন্টার্নাল ওম্বুডসম্যান। এই তিন ধরনের পদের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে তিনটি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যেকোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানা থাকলেই উক্ত পদগুলিতে আবেদন জানানো যাবে। শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি প্রার্থীদের অবশ্যই ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া:
উক্ত পদগুলিতে আবেদন কারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিংক নিচে আপনাদের জন্য দেওয়া হলো। লিঙ্ক ভিজিট করে আপনারা খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন।
আবেদন করুন: Apply Now
আবেদনের শেষ তারিখ: মার্চ মাস থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের ১৮ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।