বেতন মাসে ১৫ হাজার টাকা, BOB ব্যাংকে সুপারভাইজার নিয়োগ! অনলাইনে আবেদন করুন

যদি আপনি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কারণ ভারতের অন্যতম পাবলিক ব্যাংক ‘ব্যাংক অফ বারোদা’তে এবার ‘BC Supervisor’ পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। Bank Of Baroda BC Supervisor Recruitment 2025 সম্পর্কে নিম্নে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের নামঃ Bank Of Baroda’তে মূলত বেশ কিছু শূন্যপদে ‘Business Correspondent Supervisor’ পদে কর্মী নিয়োগ করা হবে।

▪ মাসিক বেতন: ব্যাংক অফ বারোদাতে ‘Business Correspondent Supervisor’ পদে মাসিক বেতন ১৫,০০০-১০,০০০ টাকা বেতন পাবেন।

▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৪৫ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। অবসরপ্রাপ্ত কর্মীদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৬৫ বছর।।

 

▪ শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই অন্ততপক্ষে স্নাতক পাশ বা গ্র্যাজুয়েট হতে হবে। সেইসঙ্গে কোনো কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতার বিষয়টা অফিশিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।

▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।

১) অফলাইন আবেদন করার জন্য যে আবেদনপত্র প্রয়োজন, সেটা আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষের দিকে পেয়ে যাবেন।

২) সেটা ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে সেটাকে সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে।

৩) আবেদনপত্রের সঙ্গে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স অবশ্যই যুক্ত করতে হবে। ৪) সঠিকভাবে আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সেটা আপনাদের নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

 

▪ প্রার্থীরা আবেদন করতে পারবেন জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত।

▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ Bank of Baroda, Regional Office Bilaspur, T.R. Complex, First Floor, Above Yash Big Bazar, Opposite SBI Bank, Rajkishor Nagar Branch, Lingiyadih Bilaspur (Chhattisgarh) 495006

Download official notification 

আবেদন করার শেষ তারিখ: ৩১/০১/২০২৪

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment