দেশের অন্যতম একটি সরকারি ব্যাংক তথা ইউকো ব্যাংকে (UCO Bank recruitment) সম্প্রতি দেশ জুড়ে অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো প্রান্তিক চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তাই আপনি যদি একজন যোগ্য চাকরি-প্রার্থী হয়ে থাকেন এবং ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার গড়তে চান তাহলে জেনে নিন ইউকো ব্যাংকের উক্ত পদের আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য।
• পদের নাম: এখানে মুখ্য পদের নাম হচ্ছে স্পেশালিস্ট অফিসার। এই পদে বিভিন্ন পজিশন
১) Economist
২) Fire Safety Officer
৩) security officer
৪) Risk Office
৫) IT Officer
৬) chartered Accountant ( CA) পদে নিয়োগ করা হবে।
• শূন্যপদ সংখ্যা: এখানে সর্বমোট শূন্য পদ সংখ্যা ৬৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন Economist পদের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, Fire Safety Officer পদের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ পদ গুলোর জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা হয়েছে। যা অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৪৮৪৮০ টাকা থেকে ৬৪৮২০ টাকা দেওয়া হবে।
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ২১ থেকে ৩৫ বছর চাওয়া হয়েছে। তবে ST/SC/OBC প্রার্থীরা এখানে বয়সের ছড়া পাবেন।
•নিয়োগ প্রক্রিয়া: যারা ইউকো ব্যাংকের উত্তর পথে আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মারফত তাদের নিয়োগ করা হবে।
•আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক অযোগ্য প্রার্থীদের নিচে Apply Now তে করতে হবে এরপর click here for new registration অপশনে ক্লিক করে নিজের একটি একাউন্টে তৈরি করতে হবে। এরপর পেজটি লগইন করে উক্ত পদের জন্য আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: ২০/০১/২০২৫
• আবেদন মূল্য
•General/OBC – 600/- টাকা
• ST/SC/EWS – 100/- টাকা।
• আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ যারা যারা ইউকো ব্যাংকের উক্ত পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে ক্লিক করুন ( Click here)