মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা! দেশ জুড়ে AIIMS হসপিটালে কর্মী নিয়োগ, রইল আবেদন পদ্ধতি

৪৫০০ বেশি সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে কেন্দ্রীয় সংস্থায়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস সহ অন্যান্য বিশেষ যোগ্যতায় আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই। নিম্নে এই বিরাট পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ পদের নামঃ কেন্দ্রীয় সংস্থা ‘All India Institute Of Medical Sciences’-এ মূলত-

) ডেটা এন্ট্রি অপারেটর ;

২) আপার ডিভিশন ক্লার্ক,

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক,

) স্টোর কিপার,

৫) ওয়ার্ডেন,

) অফিস অ্যাটেন্ডেন্ট সহ আরও ৫০-৬০টির অধিক ক্যাটেগরির পদে নিয়োগ করা হবে।

▪ শূন্যপদঃ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত পদ অনুযায়ী এবছর AIIMS-এ ৪৫৮৯ বেশি সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস সহ অন্যান্য বিশেষ যোগ্যতায় আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা প্রতিটি পদ অনুযায়ী যোগ্যতা দেখে নিতে পারেন।

 

▪ বয়স সীমাঃ ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বয়সে আপনি আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি পদেরই বয়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে. সেখান থেকে বয়সসীমা চেক করতে পারেন।

▪ আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের উক্ত সংস্থার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই আপনারা অফিশিয়াল বিভক্তি ভালো করে পড়ে নেবেন। আবেদনের জন্য General ও OBC দের ৩০০০ টাকা।এবং SC/ST/EWS প্রার্থীদের ২৪০০ টাকা আব্দুল মূল্য হিসেবে দিতে হবে বাকিদের অর্থাৎ PWD প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের শেষ তারিখঃ ৩১শে জানুয়ারি ২০২৫।

কিভাবে আবেদন করবেন?: অফিসিয়াল ওয়েবসাইটে AIIMS এর রাজ্যে তথা ভারতের AIIMS এর হসপিটালে আবেদন করার লিঙ্ক রয়েছে। সেখান থেকে আবেদন করতে হবে।

Download official notification 

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment