Tuesday, January 21, 2025

HS পাশেই চাকরি, টেক মাহিন্দ্রতে ওয়ার্ক ফর্ম হোম জবে প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

যারা এই মুহূর্তে Work From Home Job খুজছেন বা বাড়িতে বসে কাজ করে ভালো টাকা রোজগার করতে চাইছেন, তাদের জন্য এখন একটা দারুন সুযোগ হয়েছে। কারণ এই মুহূর্তে টেক মাহিন্দ্রা গ্রুপ (Tech Mahindra group) সুযোগ দিচ্ছে তাদের সাথে কাজ করে বাড়িতে বসেই ভালো টাকা রোজগার করার। টেক মাহিন্দ্রা গ্রুপে এই মুহূর্তে ‘কাস্টমার সার্ভিস এসোসিয়েট’ (customer service associate) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।।

 

পদের নাম: এখানে Tech Mahindra এর উক্ত পদের নামটি হচ্ছে inbound voice process

▪ মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৬ হাজার টাকা দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।

• শূন্যপদ সংখ্যা: মোট ২৫ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সাথে বাংলা ভাষা বলতে জানতে হবে।

▪ বয়স সীমা: আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।

▪ কাজের ধরন: এটি Tech Mahindra এর ওয়ার্ক ফ্রম হোম জব। এর এজন্য কোম্পানির তরফ থেকে কিছু system requirement চাওয়া হয়েছে। যেমন

• computer operating system অন্ততপক্ষে windows 10 অথবা তার ওপরের ভার্সন হতে হবে।

• RAM – অন্ততপক্ষে 8 GB হতে হবে।

• computer processor – I3 অথবা তার উপরে থাকতে হবে।

• বাড়িতে নিজস্ব WiFi থাকতে হবে।

• নিজস্ব power backup থাকতে হবে।

• এছাড়াও noise cancellation headset থাকতে হবে।

 

▪ আবেদন প্রক্রিয়া: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের 7278061307 এই নম্বরে ফোন করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যদি আপনার কাছ থেকে কোন প্রকার টাকা পয়সা দাবি করে তাহলে দেবেন না।

নিয়োগ প্রক্রিয়া:

• HR round – General check. –

• OPS round General Check

• Typing Test

• P-Map Test

• Versant 4

• Client Round Video Call

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রের জুট কর্পোরেশনের কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo