Monday, October 14, 2024

উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা, কেন্দ্রে জুট কর্পোরেশনে কর্মী নিয়োগ! বেতন ৮৬,০০০/- টাকা

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে” অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট এবং ইন্সপেক্টর- এই তিন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্যান্য রাজ্যসহ পশ্চিমবঙ্গের সকল জেলার যোগ্য ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলো।

▪ পদের নামঃ জুট কর্পোরেশনে মোট তিন ধরনের পদে নিয়োগ হবে।

১). জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
২). অ্যাকাউন্টেন্ট এবং
৩). তৃতীয়ত জুনিয়র ইন্সপেক্টর।
নিম্নে এই প্রতিটি পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিত উল্লেখ করা হলো।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ সংক্রান্ত বিষয় সমূহ ;
শূন্যপদ সংখ্যাঃ ২৫.

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতনঃ সর্বনিম্ন ২১, ৫০০ এবং সর্বোচ্চ ৮৬,৫০০।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে স্নাতক পাস হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে MS অফিসের কাজ জানতে হবে।

জুনিয়র ইন্সপেক্টর পদ সংক্রান্ত বিষয় সমূহ:
শূন্যপদ সংখ্যাঃ ৪২টি
বয়স সীমাঃ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।
▪ মাসিক বেতনঃ ২১, ৫০০ থেকে ৮৬,৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা; উচ্চ মাধ্যমিক পাস সহ শিক্ষাগত যোগ্যতা সহ প্রার্থীর অন্ততপক্ষে তিন বছরের পাট কেনাবেচার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই আবেদন করা যাবে।

অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয় সমূহ:
▪ শূন্যপদ সংখ্যাঃ ২৩ টি।
বয়স সীমাঃ ১৮ থেকে ৪৫ বছর।

▪ মাসিক বেতনঃ সর্বনিম্ন ২৮, ৬০০ এবং থেকে ১,১৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যাদের B.Com, M.Com ডিগ্রি সহ ৫,৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।
) প্রথমত প্রার্থীদের একটি কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে।

) দ্বিতীয় ধাপে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থীদের টাইপিং টেস্ট এবং বাকি দুটি পদের প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।

) তৃতীয় ধাপে এসব টেস্টের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই চাকরি পাবেন।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপসমূহ ফলো করুন।

) প্রথমে JCI’র অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন। লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।

) দ্বিতীয় ধাপে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড সহ সেই ওয়েবসাইটে পূনরায় লগইন করে নিন।

) তৃতীয় ধাপে নিম্নে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে, নিজের পছন্দের পদে আবেদন করে ফেলুন।

আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বা আবেদনের সময় কোনো সমস্যা হলে আপনারা নিম্নলিখিত নম্বরে ফোন করে অথবা ইমেইলের মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানতে বা জানাতে পারেন।
* ফোন নম্বর : 8583917043/8981312256
* ইমেইল ; support.cbt@jcimail.in

▪ আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক ;

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করুন 
আবেদন করুন এখানে ক্লিক করুন 
অফিশিয়াল বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo