মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতায় বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির আবেদন বা ফর্ম ফিলাপ চলছে সেটা অনেক চাকরিপ্রার্থী জানতে চান। তাই আজকের এই প্রতিবেদনে আমরা সেপ্টেম্বর মাসের সেরা ৫টি সরকারি চাকরির কথা তুলে ধরেছি; যেখানে আপনি খুব কম শিক্ষাগত যোগ্যতাতে এবং খুব সহজেই আবেদন করতে পারবেন।
▪ প্রথমত : JCI Junior Assistant, Accountant & Junior Inspector Recruitment 2024
▪ শূন্যপদ : মোট শূন্যপদ ৯০.
▪ যোগ্যতা : উচ্চমাধ্যমি পাশ, স্নাতক পাশ এবং B.Com, M.Com যোগ্যতায় আবেদন করা যাবে।
▪ বয়স : ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থীরা এখানে করতে পারেনা।
▪ মাসিক বেতন : ২৬,০০০ থেকে ১,১৫,০০০ টাকা।
▪ আবেদনের তারিখ : সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
▪ আবেদন করতে 👉 ;
▪ দ্বিতীয়ত : WB Group D Recruitment In Various Posts 2024
▪ পদের নাম ; ১) সুপারিনটেনডেন্ট ২) ম্যাট্রন ; ৩) কেয়ারটেকার ; ৪) কুক ; ৫) হেল্পার ;
৬) কর্ম বন্ধু এবং ৭) নাইটগার্ড
▪ শূন্যপদ : ২৬
▪ যোগ্যতা : মাধ্যমিক পাস এবং স্নাতক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।
▪ বয়স : ১৮-৪৫ বছর.
▪ মাসিক বেতন : সর্বনিম্ন ৬০০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০০ টাকা।
▪ আবেদনের তারিখ : সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পর্যন্ত আদদান করা যাবে।
▪ আবেদন করতে 👉
▪ তৃতীয়ত ; CISF Fireman recruitment 2024
▪ শূন্যপদ সংখ্যা ; মোট শূন্য পদ ১১৩০ টি। তার মধ্যে পশ্চিমবঙ্গের শূন্য পদ সংখ্যা; (৪৯ টি)
▪ যোগ্যতা : উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পাশ হলেই আবেদন করতে পারবেন।
▪ বয়স : নূন্যতম ১৮ এবং সর্বোচ্চ ২৩ বছর। সরকারি নিয়মানুযায়ী SC/ST/OBC দের বয়সের ছাড় থাকবে।
▪ মাসিক বেতন : ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।
▪ আবেদনের তারিখ : আবেদন চলবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পযর্ন্ত।।
▪ বিস্তারিত জানতে + আবেদন করতে 👉
▪ চতুর্থ ; SSC GD constable Recruitment 2024
▪ শূন্যপদ : মোট ৭৫০৯৩টি শূন্যপদে নিয়োগ হবে।
▪ শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
▪ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী SC/ST/OBC দের বয়সের ছাড় থাকবে।
▪ মাসিক বেতন : ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।
▪ আবেদনের তারিখ : ১৪ই সেপ্টেম্বর।
▪ আবেদন করুন👉
▪ পঞ্চম ; Bureau of Indian Standards (BIS) Recruitment 2024
▪ পদ : মোট নয় ধরনের পদে বা ক্যাটাগরিতে কর্মী নিয়োগ হবে।
▪ শূন্যপদ : মোট ৩৪৫ টি শূন্যপদে নিয়োগ হবে।
▪ শিক্ষাগত যোগ্যতা : B.A ; M.B.A এবং C.A ডিগ্রিধারী চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া : এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ’র ভিত্তিতে নিয়োগ হবে।
▪ বয়স : বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
▪ মাসিক বেতন : ৫৬,০০০/- টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
▪ আবেদনের শেষ তারিখ : ৩০শে সেপ্টেম্বর।▪ আবেদন করুন 👉