বাংলা পড়তে এবং লিখতে জানলেই চাকরি, ৩৭টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ! যোগ্যতা HS পাশ

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। যারা গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat recruitment 2024) চাকরি করতে চান তাদের জন্য আনন্দের সংবাদ। সম্পতি ৩৭ টি গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা। যেখানে প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন জানাতে পারবেন। চলুন আর দেরি না করে এই বিষয়ে জেনে নেই বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: এখানে পঞ্চায়েতের উক্ত পদের নাম HMO/AMO।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদের জন্য প্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোন সরকারি স্কুল থেকে 12th পাশ হতে হবে এবং বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে।

• মাসিক বেতন: এখানে HMO/AMO পদের মানসিক বেতন ১৬,০০০/- টাকা করে দেওয়া হবে।

• কোথায় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?: রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেই জেলা পরিষদের অন্তর্গত ৩৭ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে এবং পঞ্চায়েতের নাম গুলো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়া আছে।

 

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ১৮ থেকে ৫০ বছরের উর্ধ্বে ব্যক্তির আবেদন জানাতে পারবে না।

• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

১) সর্বপ্রথম নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

) এরপর ৩ নম্বর পেজ থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে এরপর তা ফিলাপ করতে হবে।

) ফিলাপ করার পর প্রয়োজনীয় documents সহ নির্দিষ্ট তারিখের মধ্যে নিজের ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: 

). আধার কার্ড

). ১ কপি পাসপোর্ট সাইজের ছবি

৩). 12th পাশে এডমিট কার্ড এবং সার্টিফিকেট

৪). নিজের বাসিন্দা সার্টিফিকেট

৫). মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট

৬). কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

আবেদন করার শেষ তারিখ: ২০/০৯/২০২৪

Download official notification

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment