Wednesday, September 18, 2024

মাধ্যমিক-গ্রাজুয়েশন পাশ যোগ্যতা! রাজ্যের জেলা আদালতে পিয়ন ও এক্সিডেন্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

জেলার আইনি পরিষেবা দপ্তরের অফিসে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, ভালো বেতনের পদে সরকারি চাকরি খালি রয়েছে। নিচে গ্রুপ সি লেভেলের এই সরকারি চাকরির খবর সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো। চাকরি প্রার্থীরা সম্পূর্ণ খবরটি পড়ে দেখতে পারেন।

১) পদের নাম: Office Peon (Munshi/Attendant)

• মাসিক বেতন: বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে ১৩,৭৫০ টাকা মাসিক বেতন হিসাবে পাবেন।

• শূন্যপদ সংখ্যা: ১ টি।

• বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়স্ক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ এক্ষেত্রেও কিন্তু প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন।

২) পদের নাম: Office Assistant/ Clerks
Cum Receptionist Cum Data-Entry Operator
(Typist)

মাসিক বেতন: উক্ত পদে চাকরি পেলে ১৮,০০০ টাকা বেতন পাবেন।

• শূন্যপদ সংখ্যা: ১ টি।

• বয়সসীমা:  সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরে আবেদন করা যাবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীকে-
• অবশ্যই যেকোনো শাখা / বিভাগে স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হতে হবে।
• পাশাপাশি অবশ্যই ভালোভাবে বাংলা বলতে এবং লিখতে জানতে হবে।
• তার কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে এবং
• তার কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে।

আবেদন পদ্ধতি:  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।। অফলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধামগুলো ফলো করতে পারেন।

) সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিক থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে এটিকে সঠিকভাবে পূরণ করুন।

) সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি বা জেরক্স যুক্ত করুন যেগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।

) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে এবং তার সঙ্গে নথিপত্র যুক্ত করা হয়ে গেলে ; সব শেষে সেটিকে একটি মুখবন্ধ খামে ভরে পূর্ব মেদিনীপুর জেলার ‘DISTRICT LEGAL SERVICES AUTHORITY‘ এর অফিসের লেটার বক্সে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: উপরিক্ত পদের জন্য আপনারা সেপ্টেম্বর মাসে ৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ ; স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ আবেদন মূল্য: আবেদন করতে প্রার্থীদের কোনো আবেদনমূল্য দিতে হবে না।

আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তির প্রথম ;দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় উল্লেখিত বিষয়গুলি বারবার ভালো করে পড়ে নেবেন। এবং আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ‘+918584859847‘ নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন।

▪ গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

Subject Link
Application Form + Notice Click Here
Official Website Click Here

 

আরও পড়ুন: রাজ্যে দমকল বাহিনী নিয়োগ, যোগ্যতা 12th পাশ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo