ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ; অ্যাক্সিস ব্যাংকে আলাদা ক্যাটাগরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ; তাদের সকলকে অনুরোধ আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ পদের নাম: এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে। পদগুলি হল;
১) এক্সিকিউটিভ অফিসার
২) ডাটা এন্ট্রি অপারেটর;
৩) ব্যাক অফিস এক্সিকিউটিভ,
৪) ব্যাঙ্কিং অফিসার
৫) রিলেশনশিপ ম্যানেজার, এবং
৬) KYC ভেরিফিকেশন অফিসার।
▪ মাসিক বেতন: উপরে উল্লেখিত পদগুলির কোনো একটিতে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৪,৭০০ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ২১,৮৫০ হাজার টাকা।
▪ শূন্যপদ সংখ্যা: পশ্চিমবঙ্গের সকল জেলায় অ্যাক্সিস ব্যাংকের শাখায় কর্মী নিয়োগ করা হবে বলে উপরে উল্লেখিত পদ গুলোর জন্য প্রচুর সংখ্যক শূন্য পদ রয়েছে।
▪ বয়সসীমা: বর্তমানে ১৮ থেকে ৩৪ বছর বয়স্ক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
▪ প্রয়োজনীয় শিক্ষাগত: এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ কিছু পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সহ আপনার কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
▪ আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা সরাসরি নিম্নলিখিত Email মাধ্যমে বা নিচে দেওয়া WhatsApp নম্বরে নিজেদের আপডেটেড সিভি বা বায়োডাটা পাঠিয়ে আবেদন করতে হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদন করার পর যদি আপনাকে সিলেক্ট করা হয়,তাহলে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ’র ভিত্তিতেই আপনাকে নিয়োগ করা হবে।
▪ সতর্কবার্তাঃ আবেদনের ক্ষেত্রে সতর্ক থাকবেন যে ; এটি কিন্তু একটি সম্পূর্ণ ফ্রি চাকরি বিজ্ঞপ্তি। এখানে নিয়োগের ক্ষেত্রে আপনাকে কোথাও এক টাকাও দিতে হবে না। যদি কেউ আপনার কাছে টাকা দাবি করে; তাহলে সেটা দেওয়া থেকে দূরে থাকবেন।
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়:
Subject | Data / Information |
---|---|
WhatsApp Number | 7439819824 |
Email-ID | hrcorporate276@gmail.com |
• আরও পড়ুন: বাংলা পড়তে জানলেই চাকরি, ৩৭ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে।