Thursday, September 19, 2024

২১,০০০/- টাকা মাসিক বেতন, উচ্চ মাধ্যমিক পাশে Axis Bank এ কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ; অ্যাক্সিস ব্যাংকে আলাদা ক্যাটাগরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ; তাদের সকলকে অনুরোধ আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।

▪ পদের নাম: এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে। পদগুলি হল;

) এক্সিকিউটিভ অফিসার
) ডাটা এন্ট্রি অপারেটর;
) ব্যাক অফিস এক্সিকিউটিভ,
) ব্যাঙ্কিং অফিসার
) রিলেশনশিপ ম্যানেজার, এবং
) KYC ভেরিফিকেশন অফিসার।

▪ মাসিক বেতন: উপরে উল্লেখিত পদগুলির কোনো একটিতে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৪,৭০০ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ২১,৮৫০ হাজার টাকা।

▪ শূন্যপদ সংখ্যা: পশ্চিমবঙ্গের সকল জেলায় অ্যাক্সিস ব্যাংকের শাখায় কর্মী নিয়োগ করা হবে বলে উপরে উল্লেখিত পদ গুলোর জন্য প্রচুর সংখ্যক শূন্য পদ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বয়সসীমা: বর্তমানে ১৮ থেকে ৩৪ বছর বয়স্ক চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ প্রয়োজনীয় শিক্ষাগত: এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ কিছু পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সহ আপনার কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

▪ আবেদন পদ্ধতি:  ইচ্ছুক প্রার্থীরা সরাসরি নিম্নলিখিত Email মাধ্যমে বা নিচে দেওয়া WhatsApp নম্বরে নিজেদের আপডেটেড সিভি বা বায়োডাটা পাঠিয়ে আবেদন করতে হবে।

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদন করার পর যদি আপনাকে সিলেক্ট করা হয়,তাহলে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ’র ভিত্তিতেই আপনাকে নিয়োগ করা হবে।

সতর্কবার্তাঃ আবেদনের ক্ষেত্রে সতর্ক থাকবেন যে ; এটি কিন্তু একটি সম্পূর্ণ ফ্রি চাকরি বিজ্ঞপ্তি। এখানে নিয়োগের ক্ষেত্রে আপনাকে কোথাও এক টাকাও দিতে হবে না। যদি কেউ আপনার কাছে টাকা দাবি করে; তাহলে সেটা দেওয়া থেকে দূরে থাকবেন।

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয়:

Subject Data / Information
WhatsApp Number 7439819824
Email-ID hrcorporate276@gmail.com

আরও পড়ুন: বাংলা পড়তে জানলেই চাকরি, ৩৭ টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo