Monday, October 14, 2024

মাধ্যমিক/গ্রাজুয়েশন পাশ যোগ্যতা, কেন্দ্রর BIS সংস্থায় কর্মী নিয়োগ! বেতন ৫৬,০০০/- টাকা।

যারা কেন্দ্রীয় সংস্থায় চাকুরী করতে চান তাদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রের (Bureau of Indian Standards) এর তরফ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ হতে শুরু করে গ্রাজুয়েশন পাশ চাকরিপ্রার্থীর আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।

 

• পদের নাম এবং শূন্যপদ: 

) finance assistant director (১টি)

) marketing director (১টি)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Assistant Director – Hindi (১টি)

) Personal Assistant (২৭টি) ।

) assistant selection officer ( ৪৩টি)

) Assistant (Computer Aided Design) ( ১টি)

) Stenographer (১৯টি)।

) Senior Secretariat Assistant (১২৮ টি)

) Junior Secretariat Assistant (৭৮টি)

) technician (২৭টি) ।

• মোট শূন্যপদ – ৩৪৫ টি।

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে technician পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস এবং অন্যান্য পদের জন্য BA, MBA, CA সহ বিভিন্ন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীরা পদ অনুযায়ী অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য দেখে নেবেন।

• বয়সসীমা: অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়সে প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৪ বছরের বয়সের ছাড় পাবেন।

• মাসিক বেতন: যারা BIS এর বিভিন্ন পদ গুলোতে চাকরি করেন তাদের এখানে ৫৬,০০০/- টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

 

•নিয়োগ প্রক্রিয়া: এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। তবে কিছু কিছু পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করবে BIS‌।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর New registration অপশনে গিয়ে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

• আবেদন মূল্য: 

• ST/SC – Free

• Assistant Director – 800/- টাকা।

• Other Post – 500/- টাকা।

আবেদন করার শেষ তারিখ: ৩০/০৯/২০২৪

• আবেদন করুন: Apply Now

Download official notification

আরও পড়ুন: ১৩,০০০/- টাকা মাসিক বেতনে রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo