আপনি কি HCL এর মতো বড় একটি কোম্পানিতে চাকরী করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি HCL Tech এর তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে HCL তাদের software engineer পদে কর্মী নিয়োগ করছে। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
• পদের নাম: এখানে HCL এর পদের নামটি হচ্ছে software engineer
যোগ্যতা: উক্ত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে (HS) ৬০ শতাংশ নম্বর এবং ২০১৭-২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পাস candidate হতে হবে। এছাড়াও post graduate প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন।
• মাসিক বেতন: বিজ্ঞপ্তিতে মাসিক বেতন উল্লেখ করা না হলেও এখানে ৩২,০০০/- থেকে ৫০,০০০/- টাকা দেওয়া হবে।
• বয়সসীমা: ১৮ বছরের উর্ধ্বে যোগ্য চাকরি- প্রার্থীরা HCL Tech এর software engineer পদের নাম আবেদন জানাতে পারবেন।
• অন্যান্য যোগ্যতা: আবেদনকারী কে অবশ্যই (SD/MM/FICO/SAC-P) global certified হতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
• জব লোকেশন – ভারত বা বিদেশে, যেকোনো HCLTech-এর নির্ধারিত স্থানে তাদের পোস্টিং হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও অযোগ্য প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের application form পূরণ করে Submit করতে হবে। এরপর HR department থেকে interview এর জন্য অপেক্ষা করতে হবে shortlist এ নাম উঠলে।
• আবেদন করুন: Apply Now
• আরও পড়ুন: সরকারি সংস্থায় ভয়েস রেকর্ডিং পদে কর্মী নিয়োগ, যোগ্যতা12th/গ্রাজুয়েশন।