সরকারি সংস্থায় ভয়েস রেকর্ডিং ( voice recording) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে HS পাশ/গ্রাজুয়েশন/ post Graduation চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি এটি হতে চলেছে একটি ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি। তাই আপনি যদি এখানে চাকরির জন্য আবেদন করতে চান বিস্তারিত তথ্য জেনে নিন আমাদের প্রতিবেদন থেকে।
• পদের নাম: Speech Recognition।
সংস্থার নাম: এখানে উক্ত সরকারি সংস্থার নাম হচ্ছে Agriculture and Finance for the Poor in India
• শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদের আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HS/Graduation অথবা post graduation কোয়ালিফিকেশন।
• মাসিক বেতন: যারা Speech Recognition পদে চাকুরী পাবেন তাদের এখানে দৈনিক ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে। একটু অভিজ্ঞ ব্যক্তিদের দৈনিক ৯০০/- টাকা per voice এবং নতুনদের per voice ৫০০/- টাকা দেওয়া হবে।
• কাজের বিবরণ: এখানে কৃষি এবং অর্থ বিষয়ক সেট প্রদান করা হবে এরপর সেটা নিজের ভাষায় translate করে বলতে হবে।
• বয়সসীমা: এখানে ১৮ এর উর্দ্ধে যে কোন বয়সের ব্যক্তির আবেদন করতে পারবেন।
• অন্যান্য যোগ্যতা:
১) আবেদনকারীদের নিজের মাতৃভাষা বলতে সাবলীল হতে হবে।
২) আবেদনকারীদের নিজস্ব ল্যাপটপ/ মোবাইল ফোন থাকতে হবে।
৩) হাই স্পিড ইন্টারনেট থাকা আবশ্যিক।
৪) সবশেষে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
• আবেদন পদ্ধতি: আগ্রহী-প্রার্থীদের নিচে আবেদন ফরম ফর্ম পূরণ তাদের নিজেদের CV (Google drive CV link) এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্মটি Submit করতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে চাকরিতে।
• আবেদন মূল্য- Free for All candidate
• আবেদন করুন: Apply Now
Download official notification
আরও পড়ুন: ৪ টি ওয়ার্ক ফ্রম হোম জব, যোগ্যতা 12th পাশ।