রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। সম্প্রতি জেলার শিশু বিকাশ প্রকল্পের অধীনে জেলায় প্রচুর সংখ্যক শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের কথা জানানো হয়েছে। যেই সমস্ত মহিলারা ভালো বেতনের এই দুটি পদের মধ্যে কোনো একটি পদে চাকরি করতে ইচ্ছুক ; তাদের জন্যেই আজকে চাকরির খবর।
▪ পদের নাম : দুই ধরনের পদে নিয়োগ করা হবে। একটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অপরটি হল অঙ্গনওয়াড়ি সহায়িকা।
▪ শূন্য পদ সংখ্যা ; পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকা মিলিয়ে এখানে মোট ৮৩৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হবে। নিম্নে এলাকা এবং শূন্য পদ উল্লেখ করা হলো।
জায়গা / নিয়োগ স্থান | শূন্যপদ সংখ্যা |
---|---|
অন্ডাল | ৪০ টি |
আসানসোল | ১৩৯ টি |
আসানসোল ২ | ৬৬ টি |
বারাবনী | ৪৪ টি |
ফরিদপুর | ৪১ টি |
কাঁকসা | ১১৪ টি |
জামুরিয়া শহরাঞ্চল | ২২ টি |
দুর্গাপুর (১) | ৬ টি |
দুর্গাপুর (২) | ১৫ টি |
রানীগঞ্জ শহরাঞ্চল | ৩৮ টি |
পাণ্ডবেশ্বর | ৬০ টি |
কুলটি | ১০৮ টি |
সালানপুর | ৫২ টি |
রানীগঞ্জ গ্রামীণাঞ্চল | ৮৯ টি |
▪ মাসিক বেতন ; মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা এবং সুবিধাসহ; অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা হিসেবে আপনি প্রতি মাসে এখানে মোট ৯,০০০ টাকা করে বেতন পাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? : বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদে আবেদন করতে গেলে কিন্তু প্রার্থীকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাস বা সমতূল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে।
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স সীমা : অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী উভয় পদে আবেদনের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স কিন্তু সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া ; নিয়োগের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে। প্রথমত আবেদনকারী প্রার্থীদের ৯০ নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যারা অন্ততপক্ষে ৩০ নম্বর পাবেন ; তাদের দ্বিতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ’র জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউ হবে ১০ নম্বরের। এবার যারা সেই ইন্টারভিউতে ভালো ফলাফল করবেন ; তাদেরই মূলত চাকরি দেওয়া হবে।
▪ পরীক্ষার সিলেবাস ;
১. মাতৃভাষায় অনধিক ১৫০ শব্দের রচনা লিখন- (অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক (অষ্টম মান) পূর্ণমান-১৫
২.পাটিগণিত (অষ্টম মান)- পূর্ণমান- ২০ ২
৩. নিরাপদ রন্ধন প্রণালী, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা- পূর্ণমান-১৫
৪. ইংরেজি ভাষা ( প্রাথমিক ও সাধারণ ইংরেজি ভাষাজ্ঞান, সরল অনুবাদ)- (অষ্টম মান)-
ইত্যাদি পূর্ণমান- ২০
৫. সাধারণ জ্ঞান- পূর্ণমান-২০
▪ কিভাবে আবেদন করতে হবে : আবেদন করার জন্য নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে যে পেজ আসবে সেখানে নিজের নাম; মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দ্বিতীয় ধাপে পুনরায় সেই ওয়েব সাইটে লগইন করুন। লগইন পড়ার পর আপনারা খুব সহজেই যেকোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন আগস্ট মাসের ২১ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন।
▪ অ্যাডমিট কার্ড ডাউনলোড ; পরীক্ষার অ্যাডমিট কার্ড ‘নিচে দেওয়া’ লিঙ্কে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার এডমিট কার্ড কখন দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের ইমেইল এবং ফোনে SMS’র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
▪ আবেদন করুন: Apply Now
উল্লেখ: অঙ্গনওয়াড়ির পরবর্তী আপডেট, Admit Card এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এই অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন (click here)
আরও পড়ুন: ২১,০০০/- টাকা মাসিক বেতন রাজ্যে দমকল কর্মী নিয়োগ।