দীর্ঘ সময় পর বিনামূল্য হিন্দুস্তান কপার লিমিটেডের (HCL) তরফে নতুন করে আবার প্রচুর সংখ্যক শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা জানানো হয়েছে।। যাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং যারা অ্যাপ্রেন্টিস হিসাবে হিন্দুস্তান কপার লিমিটেডের সঙ্গে কাজ করতে চান, তাদের জন্যই আজকের খবর।
▪ পদের নাম: হিন্দুস্তান কপার লিমিটেডের বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যেমন-
১). Mate (Mines)
২). Blaster
৩). মেকানিক
৪). ফিটার
৫).ওয়েলডার,
৬). সার্ভেয়ার
৭). ইলেকট্রেশিয়ান
৮). কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
৯). Draughtsman.
১০). Plumber
১১). Solar Technician (Electrician)
১২). AC & Refrigeration Machine এছাড়াও অন্যান্য।
▪ শূন্যপদ: সকল ট্রেড মিলিয়ে মোট শূন্যপদ খালি রয়েছে ১৯৫টি।
▪ শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যথা-
• Mate (Mines) এবং Blaster পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস।
• অন্যদিকে বাকি সকল পরের জন্য মাধ্যমিক পাস সহ ITI করা থাকতে হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সে তাদের ২৫ বছর। নির্দিষ্ট বর্ষসেরা ছাড়াও SC/ST & OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ মাসিক বেতন: যদি আপনি Mate (Mines) এবং Blaster অ্যাপ্রেন্টিস হিসাবে সুযোগ পান তখন আপনার মাসিক স্টাইপেন্ড হতে পারে ২৮,০০০ টাকা। বাকি পদগুলোর ক্ষেত্রে বেতন হতে পারে ২০ থেকে ২৫ হাজার।।
▪ নিয়োগ প্রক্রিয়া: যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন প্রথমে তাদের মাধ্যমিকে বা কলেজে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করে আগস্ট মাসের ২৮ তারিখে একটি লিস্ট প্রকাশ করা হবে। লিস্টে যেসব প্রার্থীদের নাম থাকবে পরবর্তীতে তাদের ফিজিক্যালি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদনে পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
▪ প্রথম ধাপ:
অনলাইনে আবেদন করার জন্য প্রথমত প্রার্থীদের ‘(www.apprenticeship.gov.in)’ অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। পোর্টালে গিয়ে কী করে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে,সেই সম্পর্কে বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে,সেগুলো পড়ে নেবেন।
▪ দ্বিতীয় ধাপ: অ্যাপ্রেন্টিস পোর্টালে নাম নথিভুক্ত করানো হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনাদের হিন্দুস্তান কপার লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘(www.hindustancopper.com) গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পর্কে যাবতীয় গাইডলাইন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন। যদি আপনি নিজে আবেদন না করতে পারেন তাহলে আপনি আপনার নিকটবর্তী আপনার সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারেন।
▪ আবেদন করা শেষ তারিখ: ২০ আগষ্ট ২০২৪
• আবেদন করুন: Apply Now
• আবেদন পদ্ধতি দেখুন: ( YouTube video)
Download official notification
আরও পড়ুন: ১৭,০০০/- টাকা মাসিক বেতন Videocon D2H এ ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ