Wednesday, September 18, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা, ইন্ডিয়ান ওয়েলে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! বেতন ২৩,০০০/- টাকা

Indian oil corporation তথা IOCL এর থেকে বিপুল আকারে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশ হতে শুরু করে চাকরি প্রার্থীরা বিভিন্ন উচ্চ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। সেই সাথে মাসিক বেতন বেশ ভালো পরিমাণ দেওয়া হবে IOCL এর তরফ থেকে। তাই আপনি যদি ইন্ডিয়ান ওয়েলে চাকরি করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত তথ্য জেনে নিন আবেদন এই প্রতিবেদনটি থেকে।

 

• পদের নাম: এখানে ইন্ডিয়ান অয়েল যে পদ গুলোতে কর্মী নিয়োগ করবে সেগুলো হচ্ছে

. Junior Engineering Assistant

. Junior Quality Control Analyst

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

. Engineering Assistant

. Technical Attendant

 

• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে শুধুমাত্র ‘Technical Attendant’ পদের জন্য মাধ্যমিক পাস এবং সাথে যে কোন সরকারি ইনস্টিটিউট থেকে ITI ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া Trade অনুযায়ী।

Indian oil job qualification

• শূন্যপদ: সমস্ত পদ মিলিয়ে ইন্ডিয়ান ওয়েলের এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৪৭৬ টি।

• মাসিক বেতন: Technical Attendant পদের মাসিক বেতন ২৩,০০০/- থেকে ৭৮,০০০/- টাকা।

•বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছর।

 

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের এখানে computer Based Test (CBT) যা আবেদন করার সময় নিকটবর্তী কেন্দ্রে বেছে নিয়ে এরপর অনলাইনে সেই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলে এরপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরিপ্রার্থী নিচে দেওয়া  Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

• আবেদন করার শেষ তারিখ: এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া ২২/৭/২০২৪ তারিখে শুরু হয়েছে যা চলবে ২১/৮/২০২৪ তারিখ পর্যন্ত। এরপর ১০/৯/২০২৪ তারিখের admit card জারি করা হবে এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে CBT পরিক্ষা নেওয়া হবে নিকটবর্তী কেন্দ্রে।

• আবেদন মূল্য: ST/SC/ – 00/ এবং OBC – 300/- টাকা আবেদন মূল্য।

• অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: Apply Now

• আবেদন পদ্ধতি দেখুন: YouTube video 

আরও পড়ুন: রাজ্যে CID তে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo