Tuesday, December 3, 2024

বেতন ৩৬,০০০/- টাকা প্রতিমাসে, Meesho তে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ! যোগ্যতা 12th pass

যারা বাড়িতে বসে চাকরি করতে চান অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম (Work from home Job) তাদের জন্য সুখবর। সম্প্রতি Teleperformance নামক একটি বড় কোম্পানি Meesho, Flipkart সহ ভারতের বিভিন্ন বড়বড় ব্র্যান্ডের customer support পদের জন্য কর্মী নিয়োগ করছে। যেখানে HS পাশ হতে শুরু করে Graduation, post graduate চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে Teleperformance এর উক্ত পদের নামটি হচ্ছে customer introduction advisor.

• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে আনুমানিক বেতন ৩৬,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা দেওয়া হবে।

• যোগ্যতা: আপনার যদি ইংরেজিতে অথবা হিন্দিতে communication skill ভালো হয় এবং আপনি যদি HS, graduation বা post graduation ডিগ্রী থাকেন তাহলেই এখানে আবেদন জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• কাজের ধরন: যারা অফিসে গিয়ে কাজ করতে চান তাহলে জন্য work from office আবার যারা বাড়িতে কাজ করতে চান তাহলে জেনে work from home এর ব্যবস্থা রয়েছে এখানে।

 

• বয়সসীমা: এখানে আবেদন করতে হলে বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৫৩ বছরের মধ্যে।

• কাজের বিবরণ: Teleperformance কাস্টমার ইন্ট্রোডাকশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ করেছে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার বাড়িতে নিজস্ব ল্যাপটপ/PC থাকতে হবে।

• আবেদন পদ্ধতি: আগ্রহীরা চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে Aadhaar card এর নম্বর দিয়ে আপনাকে registration করে নিতে হবে যাতে আবেদনকারীদের duplicate application এড়ানো যায়।

•নিয়োগ প্রক্রিয়া: 

• online Exam/Test

• HR round interview

• shortlisting candidate

• selection process

এখানে আবেদন করার পর আবেদনকারীর email এ online পরীক্ষার দেওয়া link পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে online Test সম্পূর্ণ করতে হবে।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: IDFC ব্যাংকে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ। 

আপনার জন্য
WhatsApp Logo