Tuesday, December 10, 2024

মাসে ৭ লাখ টাকা বেতনের চাকরি, গুগলে অসংখ্য শূন্যপদে ফের কর্মী নিয়োগ! যোগ্যতা ন্যূনতম পাশ

গুগল নিয়োগ করতে চলেছে অসংখ্য কর্মী। যদি আপনি গুগলের মতো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চান, তাহলে আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন। আজকে এই প্রতিবেদনটি থেকে জেনে নিন গুগলের উক্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

পদের নাম: এখানে গুগলের পদে কর্মী নিয়োগ করছে তার নাম হচ্ছে Policy Specialist, Legal Investigations Support (English, Hindi)

▪ মাসিক বেতন:  যদি আপনি গুগলের উক্ত পদে চাকরি পেয়ে যান তখন আপনাকে মাসিক বেতন ৭ লক্ষ টাকা দেওয়া হবে গুগলের তরফ থেকে।

▪ কারা আবেদন করতে পারবে?: ভারতের যেকোনো রাজ্যের যোগ্য ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন করার যোগ্যতা: গুগলের Policy Specialist, Legal Investigations Support পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ, সাথে উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকলে আরও ভালো।

 

• কাজের বিষয়বস্তু: গুগলের  ভিন্ন আইনি প্রয়োজনীয়তা এবং ব্যবহারকারীর গোপনীয়তা আইনের প্রতি সংবেদনশীল তথ্য ম্যানেজমেন্ট করতে হবে।

•জব লোকেশন – Australia, Texas,  এবং US যে কোন একটি দেশে।

বয়সসীমা: অফিসিয়াল নোটিসে কোন বয়সীমা বলা হয়নি তবে উল্লেখ্য যে,আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর।

▪ আবেদন প্রক্রিয়া: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য আপনারা নিচে দেওয়া ‘APPLY NOW‘ অপশনে ক্লিক করে সরাসরি আবেদন করার পেজে গিয়ে, অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।।

নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনকারীদের একটি shortlist তৈরি করা হবে এরপর সেই shortlist এ ইন্টারভিউর জন্য প্রার্থীদেরকে emali করা হবে, এরপর অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

• আবেদন করুন: Apply Now

• আরও পড়ুন: ICICI ব্যাংকে কর্মী নিয়োগ

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo