Friday, December 13, 2024

মাসিক ২৪,০০০/- টাকা বেতন, কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ! যোগ্যতা HS পাশ

পশ্চিমবঙ্গের স্বল্প শিক্ষিত সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো সুখবর রয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে খুবই কম শিক্ষাগত যোগ্যতায় ‘লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট’ (LDA) নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ‘লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তাই যদি আপনি সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ চাকরির খবরটি দেখুন।

 

▪ পদের নাম: Lower Division Assistant. কোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কাজ হয় বিভিন্ন নথিপত্র গ্রহণ, প্রয়োজনীয় ফাইলসমূহ সংরক্ষণ, রেকর্ড ম্যানেজমেন্ট ইত্যাদি।

▪ শূন্যপদ: অফিসিয়াল তথ্য অনুযায়ী কলকাতা হাইকোর্টে মোট ২৯১ জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

Kolkata vacancy details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতন: কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ২৪ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৮ হাজার টাকা।।

শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি শুধুমাত্র উচ্চমাধ্যমিক (Higher Secondary) পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

 

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে  ১৮ বছর থেকে ৪০ বছর। এছাড়াও কিন্তু SC/ST & OBC প্রার্থীদের ৫ বছর এবং ৩ বছর বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের পাটিগণিত, সাধারণ জ্ঞান, GI এবং ইংরেজির উপর মোট ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তাদের দ্বিতীয় ধাপে ভাইভা টেস্টের মাধ্যমে বাছাই করে চাকরি দেওয়া হবে।

Calcutta High court

 

আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হবার পর নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে ফরম আবেদন করতে হবে।

• আবেদন মূল্য: ST/SC – Free/- General/OBC – 800/- টাকা আবেদন মূল্য।

আবেদন শুরু: ৫/০৮/২০২৪

আবেদনের শেষ তারিখ: ২৬/০৮/২০২৪

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাসিক ৮১,০০০/- টাকা বেতনে রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মী নিয়োগ। শেষ তারিখ – ৯/০৮/২০২৪

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo