ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক তথা HDFC ব্যাংকে নতুন করে ফের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ২৩,৫০০০ থেকে শুরু করে পদ অনুযায়ী বেতন প্রদান করা হবে চাকরি-প্রার্থীদের। তাই আপনি যদি HDFC ব্যাংকে চাকুরীর জন্য আবেদন করতে চান বিস্তারিত জেনে নেই আবেদন পদ্ধতি।
পদের নাম: এখানে HDFC পদ গুলোর হচ্ছে
১) branch banking operation
২). Sales management
৩). Finance role
৪). Wholesale banking relationship manager
৫).Corporate Banking relationship manager
৬). credit and collection Roles সহ আরও বিভিন্ন।
• শূন্যপদ: ৩৫৭৮৯ টি।
• শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী চাকরি-প্রার্থীরা এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। তবে সর্বনিম্ন প্রার্থীদের গ্রাজুয়েট পাস হতে হবে।
• বয়সসীমা: এখানে বয়সসীমা চাওয়া হয়েছে ২১ – থেকে ২৮ বছর বয়সী চাকরি-প্রার্থীরা।
• মাসিক বেতন: ২৩,৫০০/- টাকা বেতনে দেওয়া হবে এখানে। তবে HDFC এর উক্ত পদ অনুযায়ী এই বেতন বিভিন্ন হতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া:
• shortlisting candidate
• HR round Interview
• documents verification
• selection process
• নিয়োগ স্থান: নিজ শহরের HDFC Bank এর ব্রাঞ্চ। (যদি অপশন দেওয়া থাকে)।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে যোগ্যতা অনুযায়ী যে কোন একটি বেছে নিয়ে এরপর প্রয়োজনীয় তথ্য এবং Resume upload করে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর প্রার্থী shortlist হলে SMS/email মারফত তার সঙ্গে যোগাযোগ করা হবে।
• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)
• আবেদন মূল্য: Free/- for all candidate
• আবেদন করুন: Apply Now
• আরও পড়ুন: ২৪,০০০/- টাকা বেতনে কলকাতা হাইকোর্টের ক্লার্ক নিয়োগ। শেষ তারিখ ২৬/০৮/২০২৪।