Wednesday, September 18, 2024

৮ম শ্রেণী থেকে HS পাশ যোগ্যতা, রাজ্যের DM অফিসে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে,মোট আট ধরনের পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।সেই কারণে অল্প শিক্ষিত সরকারি চাকরি প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যাই হোক এই নিয়ে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, আগ্রহী চাকরি প্রার্থীরা সম্পূর্ণ পড়ে দেখতে পারেন।।

 

▪ পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে মূলত-

) অফিসার ইনচার্জ

) কাউন্সিলর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) হাউস ফাদার

)প্যারামেডিকেল স্টাফ

) স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট

) কুক

) হেল্পার এবং হাউস কিপার নিয়োগ হবে।

নিম্নে প্রতিটি পদ অনুযায়ী শূন্যপদ সংখ্যা,যোগ্যতা, বয়সসীমা এবং মাসিক বেতন উল্লেখ করা হলো

▪ অফিসার ইন-চার্জ পদের জন্য:

মাসিক বেতন : ৩৩,১০০ টাকা।

শূন্যপদ সংখ্যা: একটি।

বয়সসীমা: ২৭ থেকে ৪২ বছর।

• যোগ্যতা: সোসিওলজি / সোশ্যাল ওয়ার্ক /চাইল্ড ডেভেলপমেন্ট/ হিউম্যান রাইটস / পাবলিক অ্যাড মিনিস্ট্রেশন / সাইকোলজি / আইন / পাবলিক হেলথ বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এ পোস্ট গ্রাজুয়েট হতে হবে।

• অন্যান্য যোগ্যতা: জানিয়ে দেই যে প্রতিটা পদের জন্য কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তাই যাদের পদ অনুযায়ী যেকোনো কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরাই আবেদন করতে পারবেন।

▪ কাউন্সিলর পদের ক্ষেত্রে:

মাসিক বেতন: ২৩,১৭০

শূন্যপদ সংখ্যা: ৪.

• বয়সসীমা : ২৪ থেকে ৪০ বছর।

• যোগ্যতা: আবেদন করতে সোসিওলজি / সোশ্যাল ওয়ার্ক / পাবলিক হেলথ বা সাইকোলজিতে গ্রাজুয়েট হতে হবে।

▪ হাউস ফাদার পদের ক্ষেত্রে:

• মাসিক বেতন : ১৪,৫৬৪ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ৪ (চার)

• বয়সসীমা : ২১ থেকে ৪০ বছর।

• যোগ্যতা; আবেদন করতে প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে হতে হবে।

 

▪ প্যারামেডিকেল স্টাফ সংক্রান্ত তথ্য: 

• মাসিক বেতন : ১২,০০০ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ৮

• বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।

• যোগ্যতা: H.S. পাশ অথবা Nursing বা Pharmacy’তে ডিপ্লোমা করা থাকতে হবে।

 

স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত তথ্য:

• মাসিক বেতন : ১৮,৫৩৬ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ২

• বয়সসীমা : ২১ থেকে ৪০ বছর।

• যোগ্যতা ; কমার্সে গ্রাজুয়েট হতে হবে.

কুক সংক্রান্ত তথ্য:

• মাসিক বেতন : ১২,০০০ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ২

• বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছর।

• যোগ্যতা ; অষ্টম শ্রেণী পাস / মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

 

▪ হেল্পার পদ সংক্রান্ত তথ্য:

• মাসিক বেতন : ১২,০০০ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ৭

• বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছর।

• যোগ্যতা ; অষ্টম শ্রেণী পাস / মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

 

▪ হাউস কিপার পদে নিয়োগের ক্ষেত্রে:

• মাসিক বেতন : ১২,০০০ টাকা

• শূন্যপদ সংখ্যা ; ৭

• বয়সসীমা : ১৮ থেকে ৪০ বছর।

• যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস / মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।

▪ আবেদন পদ্ধতি:  ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করুন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় এবং তৃতীয় নম্বর পেজ অবশ্যই ভালো করে পড়ে নেবেন।

 

▪ আবেদন করার শেষ: ১২/০৯/২০২৪

 

• নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তির চার নম্বর পেজে পেয়ে যাবেন।

Exam Mark

আবেদন পদ্ধতি: Apply Now

Download official notification

আরও পড়ুন: রাজ্যের জমি রেজিস্টার অফিস ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। 

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo