Friday, December 13, 2024

মাসিক বেতন ৩০ হাজার টাকা, কেন্দ্রের BECIL সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর সহ বহু পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফে শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং প্রচুর টাকা মাসিক বেতনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা কেন্দ্র সরকারের এই সংস্থার অধীনে ভালো বেতনের চাকরি করতে চান: তাদের জন্য আজকে এই চাকরির খবর। এই সম্পর্কে নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।

 

▪ পদের নাম:

১) Technical &Operations (২টি)

২) Data Entry Operator (HR) (২টি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) MM(Material Management (১ টি)

৪). Vigilance ( Data entry operator) (১ টি)

• মাসিক বেতন: চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা।

• শূন্যপদ সংখ্যা: সকল ডিপার্টমেন্ট মিলিয়ে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য তিনটি শূন্য পদে রয়েছে।

• বয়সসীমা: সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরে আবেদন করা যাবে।

• শিক্ষাগত যোগ্যতা:

• Technical &Operations ( B.Tech degree) + knowledge in MS Office + 1 years experience

• Data Entry Operator (HR) – ( any graduate + knowledge in MS Office + 1 years experience)

• MM(Material Management (any graduate+ 1 years experience)

• Vigilance ( Data entry operator) – any graduate (only)

▪ আবেদন পদ্ধতি: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।। অফলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত ধামগুলো ফলো করতে পারেন।

). সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিক থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

২).দ্বিতীয় ধাপে এটিকে সঠিকভাবে পূরণ করুন।

).সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রের কপি বা জেরক্স যুক্ত করুন যেগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।

) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে এবং তার সঙ্গে নথিপত্র যুক্ত করা হয়ে গেলে ; সব শেষে সেটিকে একটি মুখবন্ধ খামে ভরে নিম্নলিখিত ঠিকানাই পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

আবেদনের তারিখ: উপরিক্ত পদের জন্য আপনারা সেপ্টেম্বর মাসে ১০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের প্রথমে বাছাই করে একটি সর্টলিস্ট প্রস্তুত করা হবে। লিস্টে যাদের নাম থাকবে সেই সমস্ত প্রার্থীদের কল অথবা ইমেইলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া জানানো হবে।

▪ আবেদন মূল্য:
General/ OBC/ Ex-Serviceman/ Women – ৫৯০ টাকা এবং বাকি অন্যান্য প্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য হিসেবে দিতে হবে।

▪ আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তির প্রথম ;দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় উল্লেখিত বিষয়গুলি বারবার ভালো করে পড়ে নেবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

Subject   Link
Application Form + Notice Click Here
Official Website Click Here

 

INDIA DAY30 Telegram

 

আপনার জন্য
WhatsApp Logo