রাজ্যের জমি রেজিস্টার অফিস তথা BLRO অফিসের তরফ থেকে DATA entry operator পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনি যদি বর্তমানে একটি কাজের খোঁজে রয়েছেন এটি হতে পারে আপনার কাছে একটি অপরচুনিটি। তাই দেরি না করে চলুন BLRO অফিসের DEO পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং আবেদন পদ্ধতি।
• পদের নাম: BLRO এর উক্ত পদটির নাম হচ্ছে DATA entry operator।
• শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৫ টির মতো।
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ ও কম্পিউটারে Microsoft Word, Excel কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন।
• মাসিক বেতন: এখানে মাসিক বেতন ১১,০০০/- টাকা দেওয়া হবে চাকরি প্রার্থীদের।
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে আবেদনকারীদের বয়স চাওয়া হয়েছে ১/০৮/২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪৫ বছর।
• নিয়োগ স্থান: রাজ্যের Office of the Additional District Magistrate and District Land & Land Reforms Officer, Jhargram। আবেদনকারীকে উক্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে।
• কাজের সময়সীমা: চুক্তি ভিত্তিক ১ বছর। তবে পরে আরো সময়সীমা বাড়ানো হবে।
• নিয়োগ প্রক্রিয়া:
• লিখিত পরীক্ষা (৬০ নম্বর)
• কম্পিউটার টেস্ট (৩০ নম্বর)
• ইন্টারভিউ (১০ নম্বর)
মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে সমস্ত তথ্য এবং রেজিস্ট্রেশন করে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
• আবেদন করার শেষ তারিখ: ১৬/০৮/২০২৪
• আবেদন করুন: Apply Now
Download official notification
আরও পড়ুন: আমাজন ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫৫,০০০/- টাকা।