Friday, December 13, 2024

২৩,০০০/- টাকা মাসিক বেতন, কলকাতার নামকরা কোম্পানিতে customer support advisor নিয়োগ! যোগ্যতা HS পাশ

কলকাতার নামকরা প্রাইভেট কোম্পানি ‘Concentrix’এ- Customer Support Advisor নিয়োগ করা হবে। এবার পশ্চিমবঙ্গের যেসমস্ত আন্ডারগ্রাজুয়েট (12th pass) এবং গ্রাজুয়েট ছেলে-মেয়েরা বেসরকারি কোম্পানিতে ভালো বেতনের Work From Home Job করতে চান, তাদের জন্যই আজকের এই চাকরির খবর। নিচে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হলো সবকিছু ভালো করে পড়ে নিন।।

 

▪ পদের নাম: কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার এই পদের কাজ হবে কোম্পানির কাস্টমারদের বিভিন্ন প্রশ্নাবলীর উওর দেওয়া এবং সমস্যা সমাধানে সাহায্য করা।

▪ শূন্যপদ: Concentrix’ কোম্পানিতে ১৩৫টি শূন্যপদে কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার নেওয়া হবে।

▪ মাসিক বেতন: যদি আপনি কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার হিসাবে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হবে ১৫,০০০ থেক মাসিক ২৩,০০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শিক্ষাগত যোগ্যতা: অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাস্টমার সাপোর্ট অ্যাডভাইসার পদে আবেদন করার জন্য ন্যূনতম HS পাশ হতে হবে অথবা গ্রাজুয়েশন পাশ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিন্তু আপনার বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

 

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। আবেদনকারীদের আবেদন shortlisting হলে এরপর সরাসরি ইন্টারভিউ’এর ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

▪ আবেদন পদ্ধতি:

) নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।

) এরপর আপনাকে Concentrix’এ এর অফিসিয়াল ক্যারিয়ার পেজে নিয়ে যাবে।

৩) এরপর সেখানে থাকা সমস্ত কাজের ডিটেলস ভালো করে পড়ে তারপর Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৫) shortlisted candidate দের তাদের WhatsApp এ ইন্টারভিউর জন্য ঠিকানা দেওয়া হবে। এরপর সেই ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

•আবেদন করুন: Apply Now

• আবেদন করার শেষ তারিখ: বর্তমানে আবেদন চলছে।

• আবেদন মূল্য: free/-

আরও পড়ুন: IDFC ব্যাংকে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ, বেতন ৩০,০০০ টাকা।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo