২০২৪ সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন ঠিক কোন তারিখ থেকে শুরু হবে, সেটা এতদিন পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে বহুদিন প্রতীক্ষার পর এবার নবান্ন থেকে জানানো হলো, ২০২৪ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের তারিখ সমূহ। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।
রাজ্য সরকারের তরফে প্রতি বছরই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্তাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুরা যারা বিগত পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকেন তাদের স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবারও যোগ্য ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে এবছর ঠিক কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হবে, সেটাই এবার জানানো হলো।
সরকারের তরফে বলা হয়েছে যতদিন না পর্যন্ত ২০২৩ সালের পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত নতুন করে আবেদন শুরু হবে না।
বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে যারা এখনো পর্যন্ত ২০২৩ সালের স্কলারশিপের জন্য আবেদন করতে পারেনি, তাদের হাতে শেষ সুযোগ রয়েছে আগস্ট মাসের ৮ তারিখ। ৮ তারিখের পরেই ২০২৪ সালের আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৮ তারিখ ২০২৩ সালের পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হলে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই ২০২৪ সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।