Wednesday, September 18, 2024

মাসিক ৩০,০০০/- টাকা বেতন, IDFC ব্যাংকে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

IDFC first bank এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ। এবারে ওয়ার্ক ফ্রম হোম ( Work from home Job) জবে কর্মী নিয়োগ করেছে IDFC first bank। যেখানে মাসিক স্যালারি ৩০,০০০/- টাকা দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। তাই আপনি যদি IDFC first bank ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।

 

• পদের নাম: এখানে IDFC bank এর পদের নামটি হচ্ছে Associate Relationship Manager- home loan.

• মাসিক বেতন: যারা IDFC bank এর এই উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২৩ হাজার টাকা থেকে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

• শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি (Graduation degree ) অর্জন করা থাকলেই এখানে আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• কাজের ধরন: এটি একটি ওয়ার্ক ফ্রম হোম জব। তাই ভারতের যেকোনো প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সীমা উল্লেখ নেই।

• কাজের বিষয়বস্তু: এখানে নিউ মার্কেট চিহ্নিত করা, নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কাজ করতে হবে এবং ক্যানোপি সংগঠিত করার মতো স্থানীয় কার্যক্রমের মাধ্যমে লিড তৈরি করতে হবে।

 

•আবেদন পদ্ধতি: 

) প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।

) Apply Now অপশনে ক্লিক করার পর আপনাকে IDFC bank এর অফিসিয়াল উক্ত জবের পেজে নিয়ে যাবে।

) এরপর সেখানে থাকা Apply Now অপশনে ক্লিক করে নিজেকে রেজিস্ট্রেশন অথবা একটি একাউন্ট তৈরি করতে হবে।

) তারপর নিজের প্রয়োজনীয় তথ্য এবং একটি আকর্ষণীয় CV upload করে Submit হবে দিতে হবে।

) সবশেষে আমাকে HR department এর তরফ থেকে interview এর জন্য অপেক্ষা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: 

shortlisting candidate

HR round interview

selection process

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP) ।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: অ্যামাজন ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, বেতন ৫৫,০০০/- টাকা।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo