Tuesday, October 15, 2024

২৭,০০০ টাকা মাসিক বেতন, পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও Asst পদে কর্মী নিয়োগ! যোগ্যতা HS পাশ

রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংখ্যক শূন্য পদে জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন পদের মাসিক বেতন কত? আবেদন করতে কী যোগ্যতা লাগবে এবং কত তারিখ পর্যন্ত এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন; এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে জানাবো আজকেই প্রতিবেদনে।।

 

পদের নাম এবং শূন্যপদ: কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি পদে জুনিয়র ক্লার্ক, ৩টি শূন্যপদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ১টি শূন্যপদে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।।

▪ মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জুনিয়র ক্লার্ক পদের মাসিক বেতন বলা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা ; টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন ৩৫ হাজার ৮০০ টাকা এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের বেতন বলা হয়েছে ৩০ হাজার ৩০০ টাকা দেওয়া হবে প্রতিমাসে।

▪ বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়স্ক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে SC/ST ক্যাটেগরির প্রার্থীদের বয়সের অবশ্যই ছাড় থাকবে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক পাস ( প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা সহ)। তবে এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যদি কেউ অন্ততপক্ষে ছয় মাসের কোনো কম্পিউটার কোর্স করে থাকে এবং তার কোন জায়গায় কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে। অন্যদিকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য অন্ততপক্ষে প্রার্থীকে Agriculture/ Horticulture/ Botany/Chemistry/ Microbiology অথবা Biotechnology নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে।

 

▪ আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য সবার আগে আপনাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করতে হবে। এরপর সেটাকে সঠিকভাবে পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Office Of The Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O. Pundibari, Dist. Cooch Behar, Pin-736165, West Bengal.

আবেদন করার শেষ তারিখ: ২৬শে জুলাই, ২০২৪

▪ আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন ৫০০/- টাকা এবং ST/SC প্রার্থীদের ২৫০/- টাকা। এই টাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন ফর্ম ডাউনলোড করুন।

আরও পড়ুন: রাজ্যে কোর্টে গ্রুপ ডি ও ক্লার্ক নিয়োগ, যোগ্যতা ৮ম শ্রেণী পাশ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo