Tuesday, October 15, 2024

প্রতিদিন আয় ১,৫০০ টাকা, বেকার চাকরি-প্রার্থীদের জন্য বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জব! যোগ্যতা মাধ্যমিক পাশ

আপনি কি একজন বেকার? হন্য হয়ে চাকরি খুঁজছেন? কিংবা ভালো বেতনের ওয়ার্ক ফর্ম হোম ( Work from home Job recruitment) জব খুঁজছেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওয়ার্ক ফর্ম হোম জবের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে দৈনিক হিসাবে আপনাকে বেতন দেওয়া হবে। চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Ads Quality Rater। মূলত এখানে advertisement এর কোয়ালিটি চেক করাই আপনার মূল কাজ।

• শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন শিক্ষাগত প্রয়োজন মাধ্যমিক। তবে মাধ্যমিক পাশের সাথে আপনার অনলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংলিশ বা হিন্দি ভাষা পড়তে জানতে হবে।

• মাসিক বেতন: কাজের উপর ভিত্তি করে এখানে বেতন দেওয়া হবে। তবে কোম্পানি তরফ থেকে দৈনিক বেতন উল্লেখ্য করা হয়েছে ৩ ডলার। তবে আপনি বেশি কাজ করে আনুমানিক দৈনিক ১০০০ থেকে ১,৫০০ ইনকাম করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• বয়সসীমা: আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে প্রার্থীদের।

• কোম্পানির নাম: Welocalize। এই কোম্পানিটি মূলত ২৫ বছরের পুরনো একটি কম্পানি যার হেডকোয়ার্টার North America, Europe এবং Asia মহাদেশে অবস্থিত।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীরা চাকরি-প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Apply Now অপশনে ক্লিক করলে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এরপর নিজের একটি CV ও বাকি ডিটেলস ফিলাপ করে আপনাকে submit করে দিতে হবে, এরপর কোম্পানির তরফ থেকে email এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে তাঁরা।

• নির্বাচন প্রক্রিয়া: অনলাইন ইন্টারভিউ।

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: ২৫,০০০ এরও বেশি শূন্যপদে জিও তে কর্মী নিয়োগ। আবেদন চলছে 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo