রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অষ্টম শ্রেণী পাশে রাজ্যের বাঁকুড়া জেলা কোর্টে স্থায়ী ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের সমস্ত জেলার চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি একটি ভালো সরকারি চাকরির খুঁজে রয়েছেন, এই প্রতিবেদনটি আপনার জন্য। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।
• পদের নাম: এখানে বাঁকুড়া জেলা কোর্টের পদ গুলো হচ্ছে Upper division clerk, lower division clerk, Cell Bailiff, process server এবং group D
• শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১০০ টির মধ্যে।
•শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য Group-D পদের জন্য অষ্টম শ্রেণী পাস, Upper division clerk পদের জন্য গ্রাজুয়েট পাশ এবং lower division clerk, Cell Bailiff ও process server পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
•মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটা পদের জন্যই এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন দেওয়া হবে।
• বয়সসীমা: চাকরি-প্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স সীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৪০ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরি প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। সেই জন্য নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্ট্রেশন করে নিয়ে এরপর উক্ত পদ গুলোর জন্য আবেদন করতে হবে।
• আবেদন মূল্য:
• আবেদন করার শেষ তারিখ: ১০/০৭/২০২৪।
• নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: মাসিক ৪০,০০০ টাকা বেতনে ইন্ডিগো এয়ারলাইন্স কর্মী নিয়োগ।