সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।। আগেই বলে রাখি গ্রুপ ডি লেভেলের পদ হলেও এই পদের মাসিক বেতন কিন্তু যথেষ্ট ভালো রাখা হয়েছে। যারা গ্রুপ ডি লেভেলের পদে চাকরি করতে ইচ্ছুক,তাদেরকে অনুরোধ আজকের চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ যোগ্যতা: প্রথমেই জেনে নিন গ্রুপ ডি লেভেলের এই পদে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে তার স্থানীয় ভাষা জানতে হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ বছর।
▪ মাসিক বেতন: সেন্ট্রাল ব্যাংকের গ্রুপ ডি লেভেলের পদে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৯,৫০০ হাজার টাকা এবং আপনি সর্বোচ্চ বেতন পাবেন ৩৮,৯০০ টাকা।
▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে লোকাল ভাষা টেস্টের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে।
▪ পদের নাম: এবার জেনে নিন কোন পদে নিয়োগ করা হবে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মূলত এখানে গ্রুপ ডি লেভেলের সাফাই কর্মী বা সাফাই কাম স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।
▪ আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয় গিয়েছে এখানে। আগ্রহীরা চাকরিপ্রার্থী নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৭ জুন, ২০২৪।
▪ আবেদন মূল্য: এখানে আবেদন করতে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন মূল্য দিতে হবে। অনলাইন আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: Apply Now