Saturday, July 27, 2024

আধার কার্ড থাকলেই সুখবর, বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্র সরকার! করতে হবে এই কাজ

যাদের বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) প্রয়োজন অথচ টাকার অভাবে যারা নতুন সিলিন্ডার নিতে পারছেন না,তাদের জন্য তাদের কেন্দ্র সরকারের রয়েছে একটি বিশেষ প্রকল্প। সঠিক পদ্ধতিতে এবং সব শর্ত মেনে আবেদন করলেই পাওয়া যায় নতুন গ্যাস সিলিন্ডার তাও আবার একেবারে বিনামূল্যে। কী করে আপনিও খুব সহজে এক টাকার খরচ না করেও নতুন LPG সিলিন্ডার নিতে পারবেন সেটাই জানাতে চলেছি এই প্রতিবেদনে।

 

শহরাঞ্চলের কথা বাদ দিয়ে যদি ধরা যায় তাহলে গ্রামের দিকে দেখা যাবে এমন অনেক পরিবার রয়েছে যাদের এখন একটা গ্যাস সিলিন্ডারের প্রয়োজন কিন্তু গৃহকর্তার আর্থিক অবস্থা ভালো না থাকায় নতুন গ্যাস সিলিন্ডার তুলতে পারছেন না। এই ধরনের পরিবারের কথা চিন্তা করেই কেন্দ্র সরকার শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwal Yojana)।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দেশের নিচে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অর্থাৎ BPL তালিকাভুক্ত পরিবারগুলোকে সাহায্য করে থাকে বিনামুল্যে গ্যাস সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে। ন্যূনতম বয়স ১৮ এবং বিপিএল তালিকাভুক্ত এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। আপডেট করানো আধার কার্ড (Aadhaar Card) ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যান্য গুরুত্বপূর্ণ থাকলেই আবেদন করা যায় PM উজ্জ্বলা যোজনায়।

www.pmuy.gov.in ওয়েবসাইট ভিজিট করে নূন্যতম আঠারো বছর বয়স্ক এবং বিপিএল তালিকাভুক্ত মহিলারা খুব সহজেই নতুন LPG সিলিন্ডারের জন্য আবেদন করতে পারেন।।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বাতিল হচ্ছে হাজার হাজার রেশন কার্ড। চালু রাখতে এই কাজটি করতে হবে

আপনার জন্য
WhatsApp Logo