Tuesday, December 3, 2024

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা আজ, কিভাবে নিজের মোবাইল থেকে রেজাল্ট দেখবেন জেনে নিন

আজ ৮মে ২০২৪, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে বিশেষ একটি দিন। বিশেষ করে রাজ্যের উচ্চমাধ্যমিক (HS Student) পরীক্ষার্থীদের কাছে এই দিনটি আজ বিশেষ। কারণ আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBHS exam result 2024)‌। তাই এই বছর প্রায় ৪ লাখ ছাত্র-ছাত্রী (উচ্চমাধ্যমিকে) তাদের ফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সংবাদ মাধ্যম সূত্রের খবর, আজ দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক ২০২৪ এর ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর ফল ঘোষণার পর দুপুর ৩ টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। তাই আপনি যদি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে জেনে নিন কিভাবে নিজের মোবাইল থেকে ঘরে বসে মাত্র ২ মিনিটে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল দেখতে পারবেন।

 

এভাবে দেখুন উচ্চমাধ্যমিক ফলাফল -২০২৪

. প্রথমে মোবাইল থেকে wbresults.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

. এরপর Higher Secondary Result 2024 লেখা অপশনটিতে ক্লিক করতে হবে।

. এরপর উক্ত ঘরে নিজের সঠিক Roll এবং NO বসিয়ে Captcha কোড ফিলাপ করে দিতে হবে।

. এরপর submit অপশনে ক্লিক করে দিলেই নিজের রেজাল্ট সামনে চলে আসবে।

Higher Secondary examination result 2023

এছাড়াও আরো কিছু ওয়েবসাইট যেখান থেকে ঠিক একই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে। www.exametc.com, www.indiaresults.com, www.schools9.com, www.indiaresult.com, www.results.shiksha, www.fastresult.in.

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo