Wednesday, September 18, 2024

প্রতিমাসে মিলবে ৩,৫০০ টাকা, প্রধানমন্ত্রী বেরোজগার ভাতা যোজনা! জেনে নিন আবেদন পদ্ধতি

তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য প্রধানমন্ত্রী শুরু করলেন প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা। সঠিকভাবে আবেদন করলেই পাওয়া যাবে মাসিক ৩,৫০০ টাকা!! কিন্তু কীকরে? সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।

 

বর্তমানে সরকারি এবং বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়ে গেছে কয়েক গুণ। যুবক যুবতীদের কাছে শিক্ষাগত যোগ্যতা থাকলেও সঠিক বা কোনো নির্দিষ্ট কাজের দক্ষতা (Skills) না থাকায় ভারতে দিন দিন বেকারত্বের হার বেড়েই চলেছে। এই অবস্থায় ছেলেমেয়েরা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে, ততদিন পর্যন্ত তাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী শুরু করেছেন নতুন এক প্রকল্প।

 

বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘Pradhan Mantri Berojgari Yojana’. নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্রকল্প শুধুমাত্র রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য। এই নির্দিষ্ট প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি মাসে সরকার থেকে তিন হাজার পাঁচশ টাকা করে পাবেন। তবে এই প্রকল্প পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। যেমন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) প্রথমতঃ আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২) দ্বিতীয়তঃ তার বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৫ হতে হবে।

) তৃতীয়তঃ আবেদনকারীর কোন সরকারি বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত হওয়া চলবে না। অর্থাৎ তাকে বেকার হতে হবে।

৪) চতুর্থঃ আবেদনকারীকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

যদি আপনি এই শর্ত গুলো মানেন তাহলে  বর্তমানে আপনি ‘https://berojgaribhatta.cg.nic.in/’ লিংক ভিজিট করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারেন।সঠিকভাবে আবেদন করলেই আপনি প্রতি মাসে সরকার থেকে পাবেন ৩,৫০০ টাকা। যদিও এই প্রকল্প বর্তমানে শুধুমাত্র ছত্রিশগড় রাজ্যের ক্ষেত্রেই চালু হয়েছে,তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর এই প্রকল্প ভারতের অন্যান্য রাজ্যেও চালু করা হবে।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo