Wednesday, September 18, 2024

গরমে কারেন্টের বিল নিয়ে আর চিন্তা নেই! প্রতি মাসে এতো ইউনিট বিদ্যুৎ ফ্রি, দারুন পদক্ষেপ সরকারের

আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটা বড় সমস্যা হলো অত্যাধিক বিদ্যুতের বিল আসা। বিশেষ করে গরমকালে অনেক পরিবারে এটা দেখা যায় যে- একটা পরিবারে মাসে যত টাকা রোজগার হয় তার বেশিরভাগটাই চলে যায় বিদ্যুতের বিল মেটাতে। পরিস্থিতি এমন যে- আমরা বিদ্যুৎ ব্যবহার না করেও থাকতে পারি না আর ব্যবহার করলেও দিতে হবে প্রচুর পরিমাণে বিল।

সাধারণ মানুষের এই সমস্যার সমাধান বের করতে কেন্দ্র সরকার শুরু করেছে নতুন এক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মানুষের বিদ্যুৎ বিল কমানোর কথা ভাবা হয়েছে। আসলে মানুষ যাতে চিরাচরিত শক্তি ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং তা ব্যবহার করে নিজের বিদ্যুতের বিল কমিয়ে আনতে পারে, সেটাই হচ্ছে এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম ‘PM Muft Bijli Yojana বা PM Surya Ghar Yojana. দিয়েছে। সাধারণ মানুষ যাতে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেই বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল কমাতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই প্রকল্প শুরু করা হয়েছিল। বাড়িতে সোলার প্যানেল লাগাতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার টাকার মধ্যে মোটা অংশের টাকাটা পাওয়া যায় এই প্রকল্প থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধরুন যদি কারোর বাড়িতে সোলার প্যানেল লাগাতে ৪৭ হাজার টাকা খরচ হয়, তাহলে এই প্রকল্পে, ১৯ হাজার টাকাই সরকার থেকে পাওয়া যাবে।

যদি কেউ, এই প্রকল্পের সাহায্য নিয়ে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে থাকে, তাহলে সে বছর অন্ততপক্ষে ১৮,০০০ টাকা সাশ্রয় করতে পারবে। কারণ বাড়িতে সোলার থাকলে এমনিই প্রতিমাসে অন্ততপক্ষে ৩০০ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হবে। যাইহোক, যাদের বাড়ির ছাদে অন্ততপক্ষে ১৩০ বর্গফুট জায়গা রয়েছে, তারাই এই প্রকল্পের সাহায্য নিয়ে বাড়িতে সোলার বসাতে পারবেন। প্রকল্পের সুবিধা পেতে pmsuryaghar.gov.in ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন। এবং এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে নিজের BDO Office-এ গিয়ে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: গ্যারান্টি ছাড়াই ৫ লাখ টাকার লোন দিচ্ছে সরকার 

আপনার জন্য
WhatsApp Logo