Wednesday, September 18, 2024

বছরে ১০ টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মমতা সরকারের বিরাট ঘোষণা, কারা পাবে সুবিধা?

২০২৪ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজকেই শুরু হয়েছে। এবার ভোটের এই গরম মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য ঘোষণা করলেন একগুচ্ছ সুবিধার কথা। তার ঘোষণা অনুযায়ী এবার থেকে পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar), ১০০ দিনের কাছ থেকে শুরু করে রান্নার গ্যাসেও পাবেন অবাক করা সুবিধা। মুখ্যমন্ত্রী তার ঘোষণায় ঠিক কী কী সুবিধার কথা বলেছেন? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

লোকসভা নির্বাচনের সময় বেশিরভাগ রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহার (Manifesto) প্রকাশ করে থাকে। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো আগামী দিনে সাধারণ মানুষের জন্য কী কী সুবিধা আনতে চলেছে বা কী কাজ করতে চলেছে সেটা তুলে ধরে। এবার বিজেপির পাশাপাশি TMC-ও তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। TMC কিন্তু তাদের ইশতেহারে সাধারণ মানুষের জন্য প্রচুর সুবিধাদনের কথা বলেছে। তাদের ইশতেহার অনুযায়ী আগামী দিনে কিন্তু তৃণমূল কংগ্রেস বিনামূল্যে রান্নার গ্যাস থেকে শুরু করে ১০০ দিনের কাজ এবং লক্ষীর ভান্ডার নিয়েও কাজ করতে চলেছে।।

বর্তমানে সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা হল অতিরিক্ত দামে রান্নার গ্যাস ব্যবহার করা। বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাসের দাম দিনকে দিন বেড়েই চলেছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন,লোকসভা নির্বাচনে তারা জয়ী হলে রাজ্যের মানুষদের এক বছরে দশটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হবে। তবে এই সুবিধা শুধুমাত্র তারাই পাবেন যারা দেশের দরিদ্র সীমার নিচে বসবাস করেন। অর্থাৎ BPL তালিকা ভুক্ত যারা।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিনামূল্যে প্রতি বছর দশটি সিলিন্ডার দেওয়া ছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভোটে জয়েন পর যাদের জব কার্ড (Job card)রয়েছে তাদের জন্য তিনি আবার নতুন করে ১০০ দিনের কাজ শুরু করবেন এবং তাদের ন্যূনতম মজুরি ঠিক করবেন ৪০০ টাকা করে। এছাড়াও, বর্তমানে যে প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সাহায্য করছে অর্থাৎ লক্ষী ভান্ডার প্রকল্প, আগামীদিনেও এই লক্ষী ভান্ডার প্রকল্প তিনি চালু রাখবেন এবং মহিলারা একইভাবে ১০০০ এবং ১,২০০ টাকা করে পাবেন।। সবশেষে, এখনকার মতো ভবিষ্যতেও তিনি সাধারণ জনগণকে বিনামূল্য রেশন পরিষেবা দিয়ে যাবেন।।

আরও পড়ুন: বিনামূল্যে পান গ্যাস সিলিন্ডার ও ওভেন, মোদীর গ্যারান্টি 

আপনার জন্য
WhatsApp Logo