দেশের সাধারণ মানুষ যাতে অল্পদামে রান্নার গ্যাস কিনে ব্যবহার করতে পারে, সেজন্য ২০১৬ সালে মোদি সরকার একটি বিশেষ যোজনা শুরু করেছিল। কেন্দ্র সরকারের সেই যোজনায় রান্নার গ্যাসের উপর এক-দুই টাকা নয়! বরং প্রতিমাস হিসাবে ৩৬০০ টাকা এবং গ্যাস সিলিন্ডার ওয়া হয় সকলকে। যদি আপনিও সরকারের সেই ৩৬০০ টাকা এবং গ্যাস সিলিন্ডার পেতে চান তাহলে জেনে নিন কিভাবে আপনিও নিতে পারেন- এই বিশেষ সরকারি সুবিধা।।।
আমাদের নিত্য প্রয়োজনীয় LPG একটি জীবাশ্ম জ্বালানি হওয়ায় দিন দিন যে রান্নার গ্যাসের দাম বাড়বে সেটা খুবই স্বাভাবিক। উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের পক্ষে রান্নার গ্যাস ব্যবহার করা সম্ভব হলেও, দরিদ্র মানুষের কাছে কিন্তু অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাস কিনে ব্যবহার করা মোটেও সহজ কথা নয়। কিন্তু জটিল বিষয়টাকে সহজ করতেই ২০১৬ সালে মোদি সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwal Yojana) । যেই যোজনার মাধ্যম বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ওভেন দেওয়া হয়। এবং পরবর্তীতে দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের যারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা পাচ্ছেন তাদের,স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া।
এরই সাথে ২০২৪ এর লোকসভা নির্বাচনে মুখে প্রতি মাসে প্রতিটা গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এইভাবে এক বছরের বারোটা সিলিন্ডারের উপর মোট ৩৬০০ টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আয়তায় থাকা মানুষজন।
তবে এবার,যারা এখনো পর্যন্ত PM Ujjwala Yojana’র সুবিধা নিতে পারেননি, তাদের এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিন্তু অতি অবশ্যই প্রথমত BPL Card থাকবে হবে। যদি বিপিএল কার্ড সহ আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে থাকে তাহলে PM উজ্জ্বলা যোজনা জন্য অনলাইন আবেদন করা যাবে। আবেদন করার জন্য সরাসরি ‘https://www.pmuy.gov.in/ujjwala2.html‘ লিঙ্ক ভিজিট করতে পারেন।। সঠিকভাবে আবেদন করলে আপনিও প্রতিবছর রান্নার গ্যাসের উপর ৩৬০০ টাকা ভর্তুকি পাবেন।।
আরও পড়ুন: ভোটের মুখে বড় ঘোষণা, বিনামূল্যে বিদ্যুত ও ৫০০ টাকায় গ্যাস