ভুলে যান বিনামূল্যে রেশন! মে মাস থেকে করা পদক্ষেপ কেন্দ্রের, মাথায় হাত পড়বে এসব গ্রাহকদের

যদি আপনি রেশন কার্ড (Ration card) ব্যবহার করেন, রেশন থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন,,তাহলে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। খবরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। রেশন কার্ড নিয়ে নতুন যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো-আগামী মে মাস থেকেই বন্ধ হতে পারে কয়েক লক্ষ রেশন কার্ড। এবার কেন বন্ধ করা হবে কাদের রেশন কার্ড বন্ধ করা হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

করোনা অতিমারির আগে সাধারণ মানুষকক সামগ্রী স্বল্পমূল্যে রেশন কিনতে হতো। কিন্তু কোভিডের পর থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই বিনামূল্য রেশন দিয়ে আসছে এবং সরকারের যা পরিকল্পনা তাতে হয়তো ভবিষ্যতেও দিয়ে যাবে। কিন্তু সরকারের এই যে বিনামুল্যে রেশন দেওয়ার কাজ-এই কাজে প্রবেশ করেছে দুর্নীতি। এই দুর্নীতি ঠেকাতেই মূলত সরকার এক পরিকল্পনা করেছে। আর পরিকল্পনা অনুযায়ী কাজ হলে বন্ধ হয়ে যেতে পারে কয়েক লক্ষ রেশন কার্ড।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে কাদের রেশন কার্ড বন্ধ হতে পারে। দেখুন বিষয়টা খুবই সহজ। বলা হয়েছে যে সমস্ত রেশন কার্ডে পক্ষে ছয় মাস ধরে কোনো মাল তোলা হয়নি, তাদেরটাই বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এক্ষেত্রে যে সমস্ত রেশন কার্ডের দীর্ঘদিন থেকে আধার লিঙ্ক করানো হয়নি এবং যার নামে রেশন কার্ড রয়েছে সেই ব্যক্তি মৃত- কিন্তু অন্য কোনো ব্যক্তি সে ব্যক্তি তার হয়ে রেশন তুলছে- এই ধরনের কার্ডই বন্ধ করা হবে আগামী মাসেই।।

আরও পড়ুন: স্বাস্থ্য সাথী কার্ডে কতো টাকা আছে? চেক করুন এভাবে 

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment