Wednesday, September 18, 2024

গ্যাসের দামে মহা পতন! এক ধাক্কায় কমে গিয়ে দাম হলো অর্ধেক, বুকিং করুন এভাবে

লোকসভার ভোটের ফলাফল কার জন্য ভালো হবে কার জন্য খারাপ- এই মূহুর্তে সেটা আপনাদের না জানাতে পারলেও এখন একটা ভালো খবর আপনাদের জানাতে চাইবো। খবর টা শুনে আশাকরি বেশিরভাগ মানুষ ই খুশী হবেন।। কারণ খবরটা হলো রান্নার গ্যাসের দাম সম্পর্কিত।

লোকসভা ভোটের আগে সাধারণ মানুষকে খুশী করতে ফের এক চকম নিয়ে হাজির মোদী। চমকটা এই যে- মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের জন্য ১৯ কেজি, ১৪.২ এবং ৫ কেজি রান্নার গ্যাস রান্নার গ্যাসের দাম কমানো হবে। যাদের প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা (PM Ujjwal Yojana) অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সুবিধা অনেকটাই বেশি। এবার জেনে নিন কোন সিলিন্ডারের কত টাকা দাম কমলো?

প্রথমেই উল্লেখ করেছি যে ১৯ কেজি, ১৪.২ এবং ৫ কেজি সিলিন্ডারের দাম কমেছে। এরমধ্যে ১৯কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩২ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কমে বতর্মানে হয়েছে ৮২৯. আবার ৫ কেজি সিলিন্ডারের উপরেও ৭ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।। সাধারণ ৭০ টাকা ৫০ পয়সা ভর্তুকি পাওয়া যায় সাধারণ সিলিন্ডারে।। কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা হবে তাদের যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে নাম রয়েছে। কারণ PM উজ্জলা যোজনার গ্রাহকেরা ভর্তুকি পান ৩৭৯ টাকা ৫০ পয়সা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন: রেশন নিয়ে বড় খবর! রেশনের সাথে মিলবে এবার ৩,০০০ টাকা। 

আপনার জন্য
WhatsApp Logo