এই বছর মাধ্যমিক পরীক্ষার শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি যা চলেছিল ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে এই বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮.৭ লক্ষ ছাত্র-ছাত্রী। মূলত ২০২৪ এর লোকসভা ভোটের কারণে এবছর মাধ্যমিক পরিক্ষা আগেই অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার ৩ মাসের মতো কেটে গেলেও এখনো রেজাল্টের কোন খবর নেই। যদিও সম্ভাবনা সূত্রের খবর আগামী মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। কিন্তু মাধ্যমিকের ফলাফল বের হবার আগেই এলো একটি সুখবর।
মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল বের হবার আগেই একটি সুখবর এলো। যে খবর ছড়িয়ে পড়তেই অনেকেই আনন্দে লাফাচ্ছেন রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা। আর সেই খবরটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে। পর্ষদ সূত্রের খবর মাধ্যমিকের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ খাতা দেখা প্রায় কমপ্লিট। আর এই খাতা দেখা বাকিটা সম্পন্ন হলেই প্রকাশিত হবে মাধ্যমিকে ২০২৪ এর ফলাফল। তবে লোকসভা ভোটের জন্য ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। তবে মাধ্যমিকের খাতায় যেন কারো নম্বর কম বা বেশি না হয় এবিষয়ে খুবই সতর্ক পর্ষদ।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রতিবছরই মাধ্যমিকের ফল প্রকাশ পাবার পর দেখা যায় যে অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের নাম্বার নিয়ে সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ থাকে যে তাদের পর্যাপ্ত নাম্বার দেওয়া হয়নি। আর এজন্য ছাত্র-ছাত্রীরা তাদের খাতা পুনরায় মূল্যায়নের জন্য দিয়ে থাকে। তাই এই বারে যাতে সেরকম ভুল না হয় এইজন্য মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের রেজাল্ট আউট হবার আগেই বেশ কিছু পরীক্ষার্থীর খাতা স্ক্রুটিনির সিদ্ধান্ত নিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানাই যে, এবারে মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকবে এবং ভুলত্রুটি কম হবে। যাতে পড়ুয়া তাদের প্রাপ্ত ও সঠিক নম্বরটুকু পায়।
আরও পড়ুন: ২০২৫ এ আরও কঠিন হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।