Wednesday, September 18, 2024

২০২৫ এ আরও কঠিন হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা! বড় পরিবর্তন আনতে চলেছে সংসদ, ঘুম উড়লো পড়ুয়াদের

আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুলোতে ঠিক কী রকম প্রশ্নপত্র হতে চলেছে? পরীক্ষা কতটা সহজ হবে আর কতোটাই বা কঠিন? Question Pattern কেমন হবে? এইসব প্রশ্নের উওর এতোদিন পযর্ন্ত কারোর জানা ছিল না। কিন্তু সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে যে খবর পাওয়া গেছে, তা থেকে এসব বিষয় এখন খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনার সন্তান যদি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে গোটা বিষয়টা জেনে নিন।

আমরা সকলেই জানি যে আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার সিস্টেম চালু হবে। আশাকরা যায় যে এতে সকল ছাত্রছাত্রী উপকৃত হবে। যাইহোক, সেমেস্টার সিস্টেম চালু হোক আর বতর্মানের সিস্টেম, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আগামী বছর গুলোতে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হতে পারে।।

Students

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

সম্প্রতি West Bengal Council Of Higher Secondary Education (WBCHSE)’র সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায় এসব প্রশ্নের উওর পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘এখন থেকে কিন্তু প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হবে।’ অর্থাৎ, তার কথার সহজ অর্থ এই হয় যে- উচ্চমাধ্যমিকের নতুন যে প্রশ্নপত্র হবে, তার অনেক ধাপ থাকবে, সেইসব ধাপ অতিক্রমের মাধ্যমেই ছাত্রছাত্রীরা নিজেদের মেধা বা দক্ষতা প্রমাণ করবে।।

উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী- আগামী বছরের পরীক্ষা গুলোতে প্রশ্নপত্রে তিনটি ভাগ দেখা যাবে। প্রশ্নপত্রের ৫০% প্রশ্ন থাকবে সোজা। এইসব প্রশ্ন হবে তাদের জন্য যারা কোনোরকমে পাস করতে চায়। এরপর ৩০% প্রশ্ন হবে মাঝারি মাপের কঠিন। এই প্রশ্ন গুলো হবে নম্বর বাড়ানোর জন্য। এবং বাকি ২০% প্রশ্ন হবে কঠিন লেভেলের। এইসব প্রশ্ন হবে তাদের জন্য যারা পরিশ্রমী এবং বইয়ের প্রতিটা বিষয় খুটিয়ে পড়েছে। এসব প্রশ্নের উওর করার মাধ্যমে তারা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেবে।।

আরও পড়ুন: কবে বের হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল? 

আপনার জন্য
WhatsApp Logo