Wednesday, November 13, 2024

বেতন ৩০,০০০ টাকা! ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ, আগ্রহী চাকরি-প্রার্থীরা জেনে নিন আবেদন পদ্ধতি

মাসিক ৩০,০০০ টাকা বেতনে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ ( India Post recruitment 2024)। চাকরি-প্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলেই পোস্ট অফিসে চাকরি জন্য আবেদন করতে পারবেন। তাই পোস্ট অফিসে কোন পদে কর্মী নিয়োগ করা হবে? আবেদন করার শেষ তারিখ কবে এবং বিস্তারিত সবকিছু জেনে নিন আজকের এই প্রতিবেদনটিতে। চলুন জেনে নেওয়া যাক।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম Post office Executive। শূন্যপদ সংখ্যা রয়েছে ৪৭ টি।

Number of Vacancies of India Post Payment Bank Category wise

নিয়োগকারী সংস্থা: India post payment Bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীদের শিক্ষগত যোগ্যতা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলেই পোস্ট অফিসে Executive পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এখানে চাকরি-প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।

নিয়োগ স্থান: Bihar, Delhi, Gujarat, Haryana, Jharkhand, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Orissa, Punjab, Rajasthan, Tamilnadu, Uttar Pradesh। পোষ্ট অফিসের ব্রাঞ্চ গুলোতে।

India Post Payments Bank State wise Recruitment Locations and Number of Vacancies

মাসিক বেতন: এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ৫/০৪/২০২৪ তারিখের মধ্যে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন পদ্ধতি সম্পন্ন করতে। এছাড়াও নিচে দেয়া লিঙ্কে ক্লিক করেও চাকরি-প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য: SC/ST/PWD – ১৫০ টাকা এবং OBC – ৭৫০ টাকা।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, স্নাতক পাশের সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড, এবং কাস্ট সার্টিফিকেট

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: রেলের কোচ ফ্যাক্টরিতে ৫৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ৯ মার্চ ২০২৪

আপনার জন্য
WhatsApp Logo