কলকাতা মেট্রোরেল কর্পোরেশন ( Kolkata metro rail corporation) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি-প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারেন। যারা আবেদন করবেন তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরী তে নিয়োগ করা হবে। তাই আবেদন করার পূর্বে জেনে নিন বিস্তারিত সবকিছু।
▪ পদের নাম: কলকাতা মেট্রোরেলের তরফ থেকে যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নাম হচ্ছে একাউন্টেন্ট (Accountant)
▪ যোগ্যতা: এই পদের কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে যারা কিনা কেন্দ্র অথবা রাজ্যে সরকারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আছেন।
▪ বয়সসীমা: এই পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ বয়সসীমা চাওয়া হয়েছে ৬৪ বছর।
▪ শূন্যপদ: এখানে কেবলমাত্র শূন্যপদ সংখ্যা রয়েছে ১ টি।
▪ মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উক্ত পদের মাসিক বেতন কত দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।
▪ আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে।
▪ নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানা: General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: পোস্ট অফিসে ৩০ হাজার টাকা বেতন চাকরি।