Saturday, July 27, 2024

যোগ্যতা মাধ্যমিক পাস, রেলে কোচ ফ্যাক্টরিতে ৫৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ! রইলো আবেদন পদ্ধতি

রেলের কোচ ফ্যাক্টরিতে (Indian railway coach factory recruitment) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘হ্যা’ ঠিকই শুনেছেন, মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরির দারুন সুযোগ। যেখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বহু বেকার যুবক-যুবতীরা। যেখানে মাসিক বেতন দেওয়া হবে ১৯,০০০ টাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি।

Number of vacancies in Railway coach factory category wise

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম হচ্ছে Fitter, Welder (G&E), Machinist, Painter (G), Carpenter, Electrician এবং AC& Ref. Mechanic। শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৫০টি। প্রতিটি পদের জন্য শূন্যপদ সংখ্যা বিভিন্ন।

শিক্ষাগত যোগ্যতা: রেলে কোচ ফ্যাক্টরিতে চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর হলেই আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ৩১/০৩/২০২৪ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: প্রটিটা পদের জন্যই এখানে মাসিক বেতন বিভিন্ন। তবে Fitter পদে থাকা প্রার্থীদের এখানে মাসিক বেতন ১৯,৪১৯ টাকা থেকে ২১,০৯১ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের ৯/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সরাসরি রেলের কোচ ফ্যাক্টরিতে আবেদন ফর্মে নিয়ে যাবে, এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আবেদন করে দিতে হবে।

Railway coach factory notification

আবেদন মূল্য: সাধারণ শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য তবে ST/SC/PWD Women প্রার্থীদের আবেদন মূল্য লাগবে না।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বয়সের ছাড় পেতে কাস্ট সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের এখানে রেলওয়ের বোর্ড থেকে আয়োজন করা লিখিত পরীক্ষায় বসতে হবে। এরপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হইবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: ১৮,০০০ টাকা বেতনে SBI এর ৫০ টি ব্রাঞ্চে কর্মী নিহত।

আপনার জন্য
WhatsApp Logo