স্কুল বন্ধ শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য.. শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়!! গরমের জন্য স্কুল বন্ধ থাকলেও রোজ স্কুলে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।। গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান হবে বাতিল। হ্যাঁ, অবাক করার মতো কথা হলেও শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু এমনই ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন এই ঘোষণা? জানুন বিস্তারিত।
বর্তমানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রীর বেশি। এই অতিরিক্ত গরমে ছাত্র-ছাত্রীদের পক্ষে আর সম্ভব নয় স্কুলে গিয়ে ক্লাস করা। তাই আগামী সপ্তাহ থেকেই বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল। এই অতিরিক্ত গরমে আর কষ্ট করে স্কুলে যেতে হবে না ছাত্র-ছাত্রীদের। স্কুল বন্ধের এই ঘোষণায় ছাত্র-ছাত্রীরা খুশি হতে পারলেও শিক্ষক-শিক্ষিকারা কিন্তু মোটেও খুশি হতে পারেনি, কারণ শিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে স্কুল বন্ধ থাকলেও রোজ স্কুলে আসতে হবে শিক্ষক শিক্ষিকাদের।।
এবার সকলের মনে প্রশ্ন আসতেই পারে যে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের এই ভেদভেদ কেন। অন্যান্য বছর তো এমন কোনো ঘোষণা হয় না। তাহলে এবার কী এমন ঘটন যে শিক্ষক শিক্ষিকাদের ছুটি কেড়ে নেওয়া হলো। আসলে কথাটা যতটা কঠিন বলে মনে হচ্ছে, এটা নিয়ে কিন্তু আদতেও চিন্তা করার মতো কিছু নেই।
এর কারণ হলো- শিক্ষক শিক্ষিকাদের ক্লাস করাতে বলা হলেও তাদের কিন্তু আগের মতো সারাদিন ক্লাস করাতে হবে না। তাদের ক্লাস করাতে হবে শুধুমাত্র সকাল আটটা থেকে দশটা পযর্ন্ত।। এবার এই কাজটা করা যাবে শুধুমাত্র সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যা ইতিমধ্যে পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়েছে তাদের সুবিধার্থেই এই ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে।
আরও একটা বড় কথা- এই নিয়ম কিন্তু আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়। এই ঘোষণা করা হয়েছে বিহারের শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের তরফে বিহারের সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য।।
আরও পড়ুন: হাইকোর্টের সিদ্ধান্ত প্রায় ৬০,০০০ শিক্ষকদের চাকরি বাতিল হতে চলেছে