যখন দেশে লোকসভা বা বিধানসভা নির্বাচন আসে তখন ক্ষমতায় থাকা দলগুলো সাধারণ মানুষের কাছে ভগবান হয়ে ওঠে। এই সময় তারা জনককে প্রচুর সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে। তো সম্প্রতি সেরকমই একটা বিষয় নতুন করে আমাদের সামনে এসেছে। বিষয়টা হলো রান্নার গ্যাস এবং বিদ্যুৎকে কেন্দ্র করে।
বিদ্যুৎ এবং রান্নার গ্যাস বর্তমানে এমন একটা জিনিস হয়ে উঠেছে যেটাকে ছাড়া আমরা আমাদের বাস্তব জীবন কল্পনা করতে পারবোনা। বিদ্যুতের খরচ এবং রান্নার গ্যাসের খরচ দিন দিন বেড়েই চলেছে। রান্নার গ্যাসের দাম এবং হিন্দুদের বিল নিয়ে সাধারণ মানুষের কিছু বলার জায়গা নেই। দাম বাড়লেও সাধারণ মানুষকে এটা ব্যবহার করতেই হবে। এবার বিদ্যুৎ এবং গ্যাসকে নিয়ে সাধারণ মানুষের এইযে সমস্যা, এই সমস্যারই সাময়িক সমাধান নিয়ে এসেছে সরকার।।
গ্যাস এবং বিদ্যুতের সমস্যা মেটাতে কেন্দ্র এবং রাজ্য সরকার আগেও আলাদা আলাদা কাজ করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগেই সমস্যা বুঝে মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা দিয়ে সাহায্য করতে লক্ষী ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar) শুরু করেছিল। যেই টাকাটা এখন বৃদ্ধি পেয়ে ১২০০ টাকা হয়েছে। আবার, নরেন্দ্র মোদিও উজ্জলা যোজনা (ujjwal Yojana) শুরু করেছিলেন গ্যাসের উপর বিশেষ ভর্তুকি দেওয়ার জন্য। তবে, এখন আবার নতুন করে এই নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে।।
এবার প্রথমত যারা PM উজ্জলা যোজনায় আবেদন করেননি, তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়া হয়েছে PM উজ্জলা যোজনায় আবেদন করার। আবার, সম্প্রতি শোনা যাচ্ছে, যেকোনো ওজনের গ্যাস সিলিন্ডার হোক না কেন.. ভোটের সময় সাধারণ মানুষের সুবিধার্থে মাত্র ৫০০ টাকাতেই দেওয়া হবে গ্যাস সিলিন্ডার। সরকার কিন্তু এখানেই থেমে থাকবে না। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট অনুযায়ী- গ্যাসের পাশাপাশি বিদ্যুতের সমস্যার মেটাতেও তেলেঙ্গানা সরকার এখন থেকে সমগ্র রাজ্যবাসীকে একেবারে বিনামূল্যেই দিতে চলেছে বিদ্যুৎ।।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্তারকে টেক্কা! মহিলারা পাবে ১৫,০০০ টাকা। কেন্দ্রের প্রকল্প