Saturday, July 27, 2024

যোগ্যতা মাধ্যমিক পাস, ভারতীয় রেলে RPF constable পদে নিয়োগ প্রচুর কর্মী

পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য আনন্দের সংবাদ। একবার ফের একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা আর সেটি হচ্ছে ভারতীয় রেলের recruitment board তথা RRB এর তরফ থেকে রেলে RPF constable ও RPF SI পদের জন্য কর্মী নিয়োগ করা হবে যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৪,০০০ টি। সবথেকে বড় কথা হচ্ছে এখানে মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম RRB constable এবং RRB SI পদ। শূন্যপদ সংখ্যা রয়েছে ৪,৬৬০ টি তার মধ্যে constable ৪২০৮ এবং SI ৪৫২ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে SI পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RPF vacancy

বয়সসীমা: এখানে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা এখানে ৩ থেকে ৫ বছর বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: RPF constable পদের মাসিক বেতন ২৬,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত। এবং RPF SI পদের মাসিক বেতন ৪৩,০০০ থেকে সর্বোচ্চ বেতন ৫২,০০০ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে রেলের RPF constable ও SI পদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫/০৩/২০২৪ তারিখে যা চলবে ১৪/০৪/২০২৪ পর্যন্ত। রেলের এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে RPF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও এই সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে আমাদের WhatsApp গ্রুপে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

RRB SI and constable application link

আবেদন মূল্য: ST/SC/ PWD Women দের ২৫০ টাকা এবং OBC দের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

RRB SI and RRB constable application charges

আরও পড়ুন: রাজ্যে জেলা কোর্টে সুইপার নিয়োগ, বেতন ১৭,০০০ টাকা। আবেদন করার শেষ তারিখ ৭/০৩/২০২৪।

আপনার জন্য
WhatsApp Logo