শূন্যপদ ৯,১৪৪ টি! ভারতীয় রেলে জারি হলো নিয়োগ বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্যের সকল শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে ৯,১৪৪ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী (Jobseeker) হয়ে থাকেন এবং আপনি যদি রেলে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সবকিছুই আলোচনা করা হবে।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদের নাম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3। দুটি পদ মিলিয়েই এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৯,১৪৪ টির মতো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway post name

শিক্ষাগত যোগ্যতা: রেলের দুটি পদ Technician Grade-1 এবং Technician Grade-3 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিভিন্ন। চাকরিপ্রার্থীরা একটিতে গ্রাজুয়েশন পাশ এবং অপরটিতে ডিপ্লোমা ডিগ্রী থাকলেই আবেদন করতে পারেন।

বয়সসীমা: রেলের Technician Grade-1 এর জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৩৬ বছর এবং Technician Grade-3 পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩৩ বছর। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা এখানে ৩ থেকে ৫ বছর বয়সের ছাড় পাবেন।

Indian railway technician post age limit

Category wise Age Relaxation for Railway Technician Posts

মাসিক বেতন: এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের বেসিক বেতন ১৯,৯০০ টাকা থেকে ২৯,২০০ টাকা পর্যন্ত মাসিক দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে রেলে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য আবেদন করার শেষ তারিখ ৪/০৪/২০২৪ তারিখ। এই তারিখের মধ্যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন করতে হবে। আবেদন করার মূল লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীরা সেই লিঙ্কে ক্লিক করেও সরকারি আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য সাধারণ শ্রেণীর প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এই টাকা ফর্ম পূরণ করার সময় ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment