ভোটের আগে বড় সিদ্ধান্ত, মহিলাদের ব্যাংক একাউন্টে ৩,৬০০ টাকা দেবে কেন্দ্র! এভাবে চেক করে নিন

কেন্দ্র সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যার মাধ্যমে জনসাধারণ সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। কেন্দ্র সরকারের সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM ujjwal Yojana)। এবার যাদের এই উজ্জ্বলা অ্যাকাউন্ট (Acount) রয়েছে, তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। কিন্তু কেন একথা বলছি? কী-ই বা সেই সুখবর? জেনে নিন বিস্তারিত।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা অ্যাকাউন্ট যাদের রয়েছে, তাদের জন্য একটা বড় সুখবর এই যে- বর্তমানে সরকার এই যোজনায় গ্যাস সিলিন্ডারের (LPG gas cylinder) ক্ষেত্রে ৩৬০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকে ৩৬০০ টাকা পেয়েও গেছে। কিন্তু যাদের এই ৩৬০০ টাকা এখনো আসেনি তারা কি করে জানবেন যে ৩৬০০ টাকা তারা পাবেন কিনা- সেই বিষয়েই আজকের এই প্রতিবেদন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি প্রধানত তিনভাবে উজ্জ্বলা যোজনার ৩৬০০ টাকা সাবসিটি পাওয়ার বিষয়টি চেক করতে পারেন। প্রথমত এবং সহজ যে পদ্ধতি রয়েছে,সেটা হল প্লে স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করে নিজের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি খুব সহজেই উজ্জ্বলা যোজনার সাবসিটির বিষয়টি চেক করতে পারবেন।

দ্বিতীয়ত এবং সবচেয়ে সহজ যে পদ্ধতি রয়েছে সেটি হল SMS এর মাধ্যমে সাবসিটির তথ্য পাওয়া। যদি আপনি এসএমএস এর মাধ্যমে সাবসিটির বিষয় জানতে চান, তাহলে আপনি 14454 নম্বরে একটি মেসেজ পাঠাতে পারেন। মেসেজ পাঠানোর পর আপনার কাছেও একটি মেসেজ আসবে এবং সেখানেই আপনার ভর্তুকি সংক্রান্ত যাবতীয় বিবরণ পেয়ে যাবেন।।

তবে হ্যাঁ যদি আপনার এই দুটো পদ্ধতি পছন্দ না হয়, তাহলে আপনি তৃতীয় এবং সর্বশেষ পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি চাইলে www.mylpg.in ভিজিট করে প্রথমে সেখানে আপনার এলপিজি আইডি লিখে এবং দ্বিতীয়ত PAHAL (DBTL) ওয়েবসাইটে আপনার ব্যাংক একাউন্ট বা এলপিজি আইডি লিখেও সাবসিটি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারেন।

আরও পড়ুন: এবার থেকে ৫০ দিন কাজ করলেই মিলবে ১০০ দিনের টাকা। বড় খবর 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment