কেন্দ্র সরকারের এক প্রকল্পের বদলে রাজ্য সরকার শুরু করতে চলেছে নতুন কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পে অল্প কাজ করেও পাওয়া যাবে মোটা অংকের টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে- কী এই কর্মশ্রী প্রকল্প? আর কাদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প? কী কী সুবিধা পাওয়া যাবে? এই সমস্ত বিষয় জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
আমাদের রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেছে সেটা অনেক দিনের কথা। ১০০ দিনের কাজ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে একেবারেই সাধারণ খেটে খাওয়া মানুষদের। ১০০ দিনের কাজ করে যেই টাকাটা তাদের সংসারে আসতো এখন সেটাও আসছে না। রাজ্য সরকার সাধারণ মানুষের এই কষ্ট দূর করতেই এক নতুন প্রকল্প শুরু করতে চলেছে যার নাম দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প (Karmashree Prakalpa)
এই কর্মশ্রীর প্রকল্পে সেই সকল মানুষ সরকারি কাজ পাবেন যাদের জবকার্ড রয়েছে। কর্মশ্রী প্রকল্পে রাজ্যের মানুষ ৫০ দিন কাজ করার সুযোগ পাবেন। কিন্তু কর্মশ্রী প্রকল্পের একটা দারুণ সুবিধা রয়েছে। সুবিধাটা এই যে একজন ১০০ দিনের কাজ করে যে পারিশ্রমিক পেত, সেই ব্যক্তি কর্মশ্রী প্রকল্পে মাত্র ৫০ দিন কাজ করেই সমপরিমাণ টাকা পাবেন। অর্থাৎ এই প্রকল্পে একজনকে কাজ করতে হবে কম, কিন্তু টাকা পাবেন বেশি।
রাজ্যের বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের কথা বলেছিলেন। মূখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থ বর্ষ থেকেই রাজ্যের প্রায় ৭৫ লক্ষ্য জব কার্ড ধারী কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পাবেন। কর্মশ্রী প্রকল্পের সম্পূর্ণ টাকাটাই দেওয়া হবে রাজ্য সরকারের তহবিল থেকে।। মেদিনীপুর সফরে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী অন্যান্য কিছু প্রকল্পের সাথে সাথে এই প্রকল্প সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন: ভোটের আগে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার।